প্রয়াত জনপ্রিয় মার্কিন অভিনেত্রী কার্স্টি অ্যালি

ডিসেম্বর ০৬, ২০২২ রাত ০৮:৩০ IST
638f51423f6b3_Kirstie-Alley-Obituary-Dead

নিজস্ব প্রতিনিধি , মার্কিন যুক্তরাষ্ট্র - ফের বিনোদন জগতে শোকের ছায়া । প্রয়াত হলেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী কার্স্টি অ্যালি । ক্যান্সার আক্রান্ত খ্যাতনামা এই তারকা ৭১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ।  ‘চিয়ার্স’  খ্যাত অভিনেত্রীর প্রয়ানে শোকস্তব্ধ সমগ্র বিনোদন জগত। অভিনেত্রীর অগণিত ভক্তের তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় কার্স্টি অ্যালির নাম শীর্ষে রয়েছে।

জনপ্রিয় এই অভিনেত্রী ১৯৮০ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত সম্প্রচারিত কমেডি সিরিজ ‘চিয়ার্সে’ অভিনয় করার দরুন চরম খ্যাতি অর্জন করেন।

কার্স্টি জনপ্রিয় এই সিরিজটিতে একটি পাব ম্যানেজারের ভূমিকায় তার অনবদ্য অভিনয়ের জন্য প্রথম এমি পুরস্কার অর্জন করেন।

পরবর্তীকালে, ১৯৯৩ সালে ‘ডেভিডস মাদার’ নমস্কার একটি চলচ্চিত্রে অভিনয় করার সুবাদে সেরা অভিনেত্রী হিসেবে দ্বিতীয় এমি পুরস্কার জয় করে নিয়েছিলেন।

আজ সমগ্র বিনোদন জগতে ফের শোকের ছায়া নেমে এসেছে । একের পর এক উজ্জ্বলময় তারকাদের পর এবার প্রয়াত হলেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী কার্স্টি অ্যালি।

প্রখ্যাত এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভোগার কারণে ৭১ বছর বয়সে দেহত্যাগ করলেন।

‘চিয়ার্স’  সিরিজ খ্যাত এই অভিনেত্রীর মৃত্যুর খবরটি তারই সন্তানদের পক্ষ থেকে পারিবারিক এক বিবৃতিতে প্রকাশিত হয়েছে।

কার্স্টি অ্যালির সন্তানদের তরফে জানানো হয়েছে , মা দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। আমরা খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের মা আর বেঁচে নেই। তিনি আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছেন।

বর্ষীয়ান এই অভিনেত্রী মৃত্যুর খবরে বিনোদন জগতের বিশিষ্ট তারকা থেকে শুরু করে তার লক্ষাধিক অনুগামীরা শোকজ্ঞাপন করেছেন । অভিনেত্রী আজ সকলের মধ্যে না থাকলেও তিনি তার অভিনয়ের মধ্যে দিয়ে সকলের হৃদয়ে অমর হয়ে থাকবেন বলেই তার ভক্তদের অভিমত ।

ভিডিয়ো

Kitchen accessories online