নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - শীত শুরু, সেই সঙ্গে সঙ্গে পুরুলিয়া জেলার স্বনামধন্য পর্যটন স্থানে ঢল নামবে একাধিক পর্যটকের।এবারে পর্যটক তথা জেলা বাসীকে নিরাপত্তা প্রদান করতে নতুন উদ্যোগ গ্রহণ করলেন পুরুলিয়া জেলা পুলিশ। সূচনা করা হয়েছে SAHAY অ্যাপস ও পুলিশ সহায়তা কেন্দ্রের।
স্থানীয় সূত্রে জানা গেছে , ছুটির মরসুমে পুরুলিয়ায় আগত পর্যটকদের সুরক্ষার জন্য মোট ১৬ টি পুলিশি সহায়তা কেন্দ্র খোলা হল অযোধ্যা পাহাড়ে। এছাড়াও আরও চারটি সহায়তা কেন্দ্র করা হয়েছে পুরুলিয়া স্টেশন সহ অনান্য পর্যটন স্থলগুলিতে।
শুক্রবার অযোধ্যার হিলটপে এই সহায়তা কেন্দ্রগুলির একযোগে উদ্বোধন করেন পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি ও জেলাশাসক রজত নন্দা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের পাশাপাশি বনদফতরের আধিকারিকরা।
অযোধ্যা পাহাড়ের বিভিন্ন এলাকায় ১৬ টি পুলিশ সহায়তা কেন্দ্র এদিন থেকেই কাজ শুরু করেছে। এদিন আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপও নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। এদিন হিলটপ থেকে পুলিশের বিশেষ সহায় অ্যাপের উদ্বোধন করা হয়েছে।
"সাহায়" নামে প্লে স্টোর থেকে ডাউনলোড করে এই অ্যাপটিতে নিজের নাম, মোবাইল নম্বর, ঠিকানা লিখে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর সেই এস ও এস লাল বোতামে ক্লিক করলেই লোকেশন সহ ম্যাসেজ যাবে নিকটতম পুলিশ স্টেশন ও হেড কোয়ার্টারে। সেই সঙ্গেই তৎক্ষণাৎ জেলা পুলিশের টিম পৌঁছে যাবে ঘটনাস্থলে । জঙ্গলমহল পুরুলিয়ায় আগত পর্যটকদের কথা মাথায় রেখে পুলিশ সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে পুরুলিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র অযোধ্যা পাহাড়ে ।
চিঠি আসার পরই আগামীকাল নবান্নে ডাকা হয়েছে বিশেষ বৈঠক
কানাডার সেনাবাহিনীর অফিশিয়াল ওয়েবসাইট হ্যাক হয়েছে
ক্রেতা সেজে দোকানে ঢুকে দুঃসাহসিক ডাকাতি
মৃতদের মধ্যে রয়েছেন পুলিশের এক ডিএসপি পদমর্যাদার অফিসার
বিশ্বজুড়ে কোণঠাসা হয়ে যাচ্ছে কানাডা
জিটিএ ভুয়ো টেটের জন্য ফর্ম ফিলাপ করিয়েছে হাজার হাজার পরীক্ষার্থীকে , এই নিয়ে তদন্ত হওয়া দরকার , দাবি বিজেপি সাংসদের
চতুর্থস্থানে শেষ করেন স্বপ্নিল কুশলে
এখনো চলছে আগুন নেভানোর কাজ , জলবহুল এলাকায় এমন পলিথিনের গুদাম থাকা কি উচিত , প্রশ্ন স্থানীয়দের
একেরপর এক মৃত্যুতেও হুঁশ ফিরছে না প্রশাসনের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
ভারত – ৩
হংকং – ০
প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত
ANM & GNM প্রস্তুতিতে আজ সাধারণজ্ঞান
ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬
আগামী ২রা ও ৩রা অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগ দেব , পারলে আমাকে আটকে দেখাক , কেন্দ্রকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের