ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে , আটকে থাকা পর্যটকদের জন্য বিশেষ বাস চালু নবান্নের

অক্টোবর ০৪, ২০২৩ রাত ১০:০৪ IST
651d7b6060d06_InShot_20231004_201644557

নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - গত কয়েকদিনে টানা অতি ভারী বৃষ্টিতে ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা। বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক সহ সিকিম থেকে দার্জিলিং-শিলিগুড়ির যাতায়াতের রাস্তা। এর জেরেই আটকে পড়েছেন বহু পর্যটক। এবার এই আজকে থাকা পর্যটকদের উদ্ধারের জন্য বিশেষ বাস চালু করলো নবান্ন।

সূত্রের খবর , পুজোর মুখে সিকিম ঘুরতে গিয়ে সঙ্কটে পড়েছে পর্যটকরা। সিকিমে আটকে পড়েছেন প্রায় ২০০০ জন পর্যটক। এই পরিস্থিতিতে পর্যটকদের জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর - ০০৩ ২২১৪৩৫২৬/১০৭০। এছাড়াও পর্যটন দফতরের কন্ট্রোল রুমের নম্বর - ১৮০০২১২১৬৫৫। পর্যটন দফতরের কন্ট্রোল রুমের নম্বর ৯০৫১৮৮৮১৭১। 

ইতিমধ্যেই পার্থ ভৌমিক, অরূপ বিশ্বাস, উদয়ন গুহকে এলাকায় যেতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি মোকাবিলায় এনডিআরএফের চারটি টিম ইতিমধ্যেই মোতায়ন করা হয়েছে। পাশাপাশি এসডিআরএফের সাতটি টিম মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি শিলিগুড়ি- কলকাতা রুটে বাড়তি বাস পরিষেবা চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা।

অন্যদিকে , সবমিলিয়ে মোট ১২ হাজার কিউসেক জল ছেড়েছে তিস্তা ব্যারাজ। যার জেরে জল নামছে জলপাইগুড়িতে। তিস্তার জলের তোড়ে ভেঙে গেছে জলপাইগুড়ির গাইড বাঁধ। তবে দ্রুত গতিতে সারানো হচ্ছে গাইরবার। যাতে গাইড বাঁধ ভেঙে রাস্তার উপর জল উঠে না আসে এবং মানুষের যাতায়াতের পথ বন্ধ না হয়। কিন্তু কোন ভাবেই জলের তোড় কমানো যাচ্ছে না।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, "বহু মানুষ-পর্যটকেরা পাহাড়ে ঘুরতে এসেছিলেন। কিন্তু পাহাড়ে উদ্ভূত পরিস্থিতির জেরে, ধস ও অতিবৃষ্টির ফলে তারা পরিকল্পনা বদলে ফেলতে বাধ্য হয়েছেন। অনেকেই বাড়ি ফিরতে চাইছেন। শিলিগুড়িতে এসে পৌঁছনো মানুষের উদ্দেশ্যে জানাচ্ছি আমরা শিলিগুড়ি তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে অতিরিক্ত বাস সার্ভিস চালু করতে চলেছি। যে দু-তিনটি বাস তো যায়ই, চাহিদা অনুযায়ী অতিরিক্ত বাস চালাতে আমরা প্রস্তুত রয়েছি"।

ভিডিয়ো

Kitchen accessories online