নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া - রঘুনাথপুরে শুরু হল জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব। হীরক রাজার দেশে সত্যজিৎ রায় মঞ্চে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার শুভ উদ্বোধন করলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ দফরের মন্ত্রী সন্ধ্যারানী টুডু। মেলা কমিটির পক্ষ থেকে জানা যায়, এই মেলা এবছর ষোড়শ তম বর্ষে পদার্পন করল। আগামী ১ লা জানুয়ারী পর্যন্ত এই মেলা চলবে। কিন্তু তা সত্বেও শুনশান জয়চন্ডী পাহাড়।
পাঁচদিন ব্যাপী এই মেলায় প্রত্যহ থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্যান্য বছর জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নামতো জয়চণ্ডী পাহাড়ের মেলা ঘিরে। তবে চলতি বছরে শুধুমাত্র স্থানীয়রা এবং যাদের বাচ্চারা অনুষ্ঠানে অংশগ্রহন করেছে তাদের পরিবারের লোকজন এসেছিল অনুষ্ঠান দেখতে, বাকি বাইরে থেকে পর্যটকদের দেখা মেলেনি।
মেলায় ঘুরতে আসা বেশ কয়েকজনের অভিযোগ, এখানে কমিউনিটি কোনও শৌচালয়ের ব্যবস্থা নেই। তাই মেলা ঘুরতে আসা মানুষজন বিশেষ করে মহিলারা প্রচণ্ড অসুবিধার সন্মুখীন হচ্ছেন। পানীয় জলের জন্য নলকূপ থাকলেও মেলা উপলক্ষ্যে রঘুনাথপুর পৌরসভার তরফে কোনও পানীয় জলের ট্যাঙ্ক ছিল না।
যদিও রঘুনাথপুর পৌরসভার প্রশাসক তরনী বাউরি জানান, কমিউনিটি সুলভ শৌচালয় ও পানীয় জলের ট্যাঙ্কের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আড়ালে থাকায় হয়তো অনেকে দেখতে পায়নি। বিরোধীদের কটাক্ষ, জয়চণ্ডী মেলা তো এখন তৃনমুলের মেলা হয়ে গেছে।
রঘুনাথপুরের পর্যটন স্থল জয়চণ্ডী পাহাড়ে আসার কোনও নিজস্ব রাস্তা না থাকায় পর্যটকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। রাজ্য বা রাজ্যের বাইরে থেকে আসা ভ্রমন পিপাসু পর্যটকরা একমাত্র রাস্তা ঠিকঠাক না থাকার জন্যই আসতে চাইছেন না।
জয়চণ্ডী পাহাড়ে আসতে ঠিক কোন রাস্তা দিয়ে ঢুকতে হবে সে বিষয়ে সংশয়ে রয়েছেন পর্যটকরা। এ খবর পর্যটকদের মুখে মুখে প্রচার হওয়ায় পর্যটকরা হয়তো আর আগের মতো আসতে চাইছেন না। এটা রঘুনাথপুরের পর্যটন শিল্পে বড়সড় ধাক্কা।
বিস্তারিত দেখুন
প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ , তীব্র ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
পুলিশের গুলিতে ঝাঁজরা অভিযুক্ত বন্দুকবাজ কিশোর , মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের
বাস দুর্ঘটনায় আহত প্রায় আরও ৪০ জন
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
অচৈতন্য যুবককে হাসপাতালে ভর্তি করার জায়গায় মাঝ পথে ফেলে দিয়ে চলে গেল বাসের কন্ডাক্টর , দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে ক্ষুব্ধ পরিবার
কেন্দ্রীয় সরকারের নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের বিভিন্ন দফতরে ৮১২ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া পরিবার
মহাকাল পুজোয় উৎসর্গ হয় বিভিন্ন ধরনের প্রসাদ
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
অর্জুন দলবদল করতেই সেতুবন্ধনের কাজ করবে বিটি রোড