নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ – চার বছর আগে নৃশংস ভাবে খুন হয় মুর্শিদাবাদে প্রাথমিক শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, তাঁর স্ত্রী ও সন্তান। এই কেসে প্রথমবারের জন্য ব্যবহার করা হয়েছে ‘রাইট ব্লকার’।ওই প্রযুক্তি ব্যবহারের মধ্যে দিয়েই প্রমাণ হয় খুন। সেই খুনের ঘটনায় দোষী সাব্যস্ত উৎপল বেহেরাকে ফাঁসির সাজা শোনাল বহরমপুর জেলা আদালত।অভিযুক্তের ফাঁসির সাজা হওয়ায় খুশি বন্ধুপ্রকাশ পালের পরিবার।
সূত্রের খবর , ২০১৯ সালের ৮ অক্টোবর দুর্গা পুজোর দশমীর দিন নিজের বাড়িতে খুন হন পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, তাঁর স্ত্রী বিউটি পাল এবং দুজনের ছবছরের সন্তান অঙ্গন পাল। খুন হওয়ার সময় বিউটি পাল ৮ মাসের অন্তঃসত্তা ছিলেন।খুনের ঘটনার সাত দিন পর উৎপল বেহেরাকে গ্রেফতার করে পুলিশ। তারপর দীর্ঘ চার বছর এই মামলা চলার পর অবশেষে এই খুনের ঘটনাতে যুক্ত থাকার জন্য মঙ্গলবার বহরমপুর জেলা আদালতের বিচারক সন্তোষ কুমার পাঠক, উৎপল বেহরাকে আইপিসির ৩০২ এবং ২০১ ধারাতে দোষী সাব্যস্ত করেন। এবং বহরমপুর জেলা আদালত অভিযুক্তকে ফাঁসির সাজা দেয়।
এই কেসে প্রথমবারের জন্য ব্যবহার করা হয়েছে ‘রাইট ব্লকার’।এই প্রযুক্তির মাধ্যমে সিসিটিভি ফুটেজ বিকৃত করা অথবা ফুটেজ নষ্ট করা সম্ভব নয়।এই রাইট ব্লকার ব্যবহার করে দেখানো হয়েছে জিয়াগঞ্জের ফেরিঘাটের সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজের তথ্য অনুযায়ী ৮ অক্টোবর স্কুল শিক্ষক বন্ধুপ্রকাশের বাড়ি যায় উৎপল। বেলা ১২ টা নাগাদ সে বন্ধু প্রকাশের বাড়িতে গিয়ে দরজার কড়া নাড়ে। বন্ধু প্রকাশ বাড়ির দরজা খুলতেই প্রথমে তাঁকে ছুরি মেরে খুন করে উৎপল। এরপর একে একে বন্ধু প্রকাশের স্ত্রী এবং সন্তানকে খুন করে এলাকা ছেড়ে পালায় সে।
প্রসঙ্গত, এক সময় বন্ধু প্রকাশ সাগরদিঘির সাহাপুর এলাকায় থাকতেন। সেই সময় তাঁর সঙ্গে উৎপলের পরিচয় হয়েছিল। বন্ধু প্রকাশের কাছ থেকে একটি ১১ বছর মেয়াদের বেসরকারি বিমা পলিসি কিনেছিলেন উৎপল। তার বাৎসরিক প্রিমিয়াম ছিল প্রায় ২৪ হাজার টাকা। উৎপলের কাছ থেকে ‘বিমার প্রিমিয়ামের’ টাকা নিলেও বন্ধু প্রকাশ সেই টাকা কোম্পানিতে জমা না দেওয়ায় পলিসিটি বাতিল হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে উৎপল এবং বন্ধু প্রকাশের মধ্যে মনোমালিন্য চলছিল। সেই রাগ থেকে বন্ধু প্রকাশকে খুন করার পরিকল্পনা করে
তার সাফল্যে আনন্দে আত্মহারা ১৪০ কোটি ভারতবাসী
গায়ের রং, উচ্চতা ও ওজনের সঙ্গে মানানসই পোশাক পড়লে তবেই আপনাকে সকলের থেকে অনন্যা দেখতে লাগবে
পুজোর আগে নিজের ত্বকের যত্ন নিন এই ঘরোয়া উপায়ে
এই তিলের খাজা তৈরি হওয়ার পিছনেও আছে ব্রিটিশদের অবদান
দেখে নিন গোড়ালি ব্যথা কমানোর বিভিন্ন টিপস
দেখে নিন স্বল্প ব্যয়ে কিভাবে বানাবেন ফুল দিয়ে তৈরি এই ফ্রেম
চাঁদের সঙ্গে যড়যন্ত্র করে অপ্সরার মতো সুন্দরী অহল্যার সঙ্গে সহবাস , তারপরই চরম অভিশাপ নামে ইন্দ্রর কপালে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে লড়াকু কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার , দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার
খোদ পুরসভার চেয়ারপার্সনকেই বেধড়ক মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে