নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর – আজ রাজ্যের ১০৭টি পুরসভার ভোট গণনা।সকাল ৮টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা পর্ব।ইতিমধ্যেই , একাধিক পুরসভা দখল করেছে শাসকদল।
নির্বাচন কমিশন সুত্রে জানা গিয়েছে , পশ্চিম মেদিনিপুরের ৭টি পুরসভার মধ্যে ২টি পুরসভাই দখল করেছে তৃনমূল।চন্দ্রকোনা এবং রামজীবনপুর পুরসভায় বিপুল ভোটে জয়ী হয়েছে শাসকদল।
আবারও রামজীবনপুর এবং চন্দ্রকোনা পুরসভায় বোর্ডগঠন করবে শাসকদল।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।