পশ্চিম মেদিনিপুরের দুটি পুরসভা তৃণমূলের দখলে

মার্চ ০২, ২০২২ সকাল ০৯:৫৭ IST
621eed6aad3a0_153610-ncqukjzmje-1611122545

নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর – আজ রাজ্যের ১০৭টি পুরসভার ভোট গণনা।সকাল ৮টা থেকে শুরু হয়ে গিয়েছে ভোট গণনা পর্ব।ইতিমধ্যেই , একাধিক পুরসভা দখল করেছে শাসকদল।

নির্বাচন কমিশন সুত্রে জানা গিয়েছে , পশ্চিম মেদিনিপুরের ৭টি পুরসভার মধ্যে ২টি পুরসভাই দখল করেছে তৃনমূল।চন্দ্রকোনা এবং রামজীবনপুর পুরসভায় বিপুল ভোটে জয়ী হয়েছে শাসকদল।

আবারও রামজীবনপুর এবং চন্দ্রকোনা পুরসভায় বোর্ডগঠন করবে শাসকদল।

ভিডিয়ো

Kitchen accessories online