পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (WBSHFWS)-তে সমন্বয়কারী পদে নিয়োগ

সেপ্টেম্বর ২৬, ২০২৩ রাত ০৮:৩৪ IST
6512f27799f20_WhatsApp Image 2023-09-26 at 20.32.04

পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (WBSHFWS)-তে সমন্বয়কারী পদে ১২ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে।
 
পদ – সমন্বয়কারী

শিক্ষাগত যোগ্যতা – ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, প্রস্থেটিক অর্থোটিক্স, নার্সিং নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করা ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।  

বয়স – ২১ বছর থেকে ৪০ বছর পর্যন্ত

শূন্যপদ – ১২

প্রার্থী বাছাই – কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

আবেদন পদ্ধতি – আবেদন করতে হবে অনলাইনে ১৯.০৯.২০২৩ তারিখ থেকে ২৮.০৯.২০২৩ তারিখের মধ্যে।

বিশদে জানতে - https://www.wbhealth.gov.in/pages/career এই ওয়েবসাইট দেখুন।

ভিডিয়ো

Kitchen accessories online