দামোদর ভ্যালি কর্পোরেশনে (DVC) এক্সিকিউটিভ পদে নিয়োগ

অক্টোবর ০৮, ২০২৩ দুপুর ০৩:৩১ IST
6522612710522_Screenshot_20231008-132733~2

পোস্ট - এক্সিকিউটিভ ট্রেইনিস

ডিসিপ্লিন - মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন (সিএন্ডআই), ইনফরমেশন টেকনোলজি (আইটি), এবং মাইনিং।

শিক্ষাগত যোগ্যতা - ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক ডিগ্রি থাকতে হবে।

বেতন - নির্বাচিত প্রার্থীদের 56,100- টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। 1,77,500/- ম্যাট্রিক্স লেভেল।

বয়স -  ঊর্ধ্ব সীমা 29 বছর।

শূন্যপদ - 91 টি।

প্রার্থী বাছাই - বাছাই প্রক্রিয়া হবে সাক্ষাৎকারের মাধ্যমে।

আবেদন পদ্ধতি - অনলাইন আবেদনের শুরু তারিখ – 01.10.2023

অনলাইন আবেদনের শেষ তারিখ - 30.10.2023

বিশদে জানতে -https://www.dvc.gov.in/ এই ওয়েবসইটটি দেখুন।

ভিডিয়ো

Kitchen accessories online