আগ্রহী প্রার্থীদের জন্য নিম্নে বিস্তারিত দেওয়া হল। যে যে পদে আবেদন করতে পারবেন -
পোস্ট –
১) অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার।
২)ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার/ ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার।
৩) ব্লক ইয়ুথ অফিসার/ মিউনিসিপ্যালিটি ইয়ুথ অফিসার/ বরো ইয়ুথ অফিসার।
৪)ব্লক ওয়েলফেয়ার অফিসার/ ওয়েলফেয়ার অফিসার।
৫)ইন্সপেক্টর, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার।
৬) অ্যাসিস্টেন্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার।
৭) অ্যাসিস্টেন্ট প্রোগ্রাম অফিসার।
৮) কন্ট্রোলার কারেকশনাল সার্ভিস।
৯) ইন্সপেক্টর ওফ এগ্রিকালচার ইনকাম ট্যাক্স।
১০) কনজ্যুমার ওয়েলফেয়ার অফিসার।
১১) সেভিং ডেভপমেন্ট অফিসার
১২) পোস্টস ইন ওয়েস্ট বেঙ্গল সাব অডিনেট লেবার সার্ভিস।
১৩) অডিটর ওফ কো -অপারেটিভ সোসাইটিস।
১৪) অ্যাসিস্টেন্ট অডিটর,বোর্ড অফ রেভিনিউ
১৫) এক্সটেনশন অফিসার, মাস এডুকেশন এক্সটেনশন
১৬) লেডি এক্সটেনশন অফিসার, মাস এডুকেশনএক্সটেনশন
১৭)অ্যাসিস্টেন্ট কন্ট্রোলার ওফ কারেকশনাল সার্ভিস।
১৮) ইনভেস্টটিগেটিং ইন্সপেক্টর।
১৯) রেভিনিউ ইন্সপেক্টর অ্যান্ড সাটেন আদার পোস্টস এস নটিফাইড।
শিক্ষাগত যোগ্যতা –
১) স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
২) বাংলায় পড়তে, লিখতে ও বলতে জানতে হবে। (যাদের নেপালি সেই প্রার্থীদের জন্য প্রয়োজনীয় নয়)।
বেতন – পদ অনুযায়ী হবে।
বয়স – ১) সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ৩৯ বছর।
২) উচ্চ বয়সের সীমা SC/ST-এর জন্য ০৫ বছর এবং OBC জন্য ০৩ বছর ছাড়।PWD প্রার্থীদের ক্ষেত্রে উচ্চ বয়স সীমা ৪৫ বছর পর্যন্ত ছাড়।
পদ – প্রার্থীদের নির্দিষ্ট পদের সংখ্যা এখনও নির্ধারিত হয় নি।
প্রার্থী বাছাই – লিখিত সহ ইন্টারভিউ মাধ্যমে তিনটি ধাপ দ্বারা নির্বাচিত হবে।
আবেদন পদ্ধতি – অনলাইন আবেদনের শুরুর তারিখ 05-10-2023
অনলাইন আবেদনের শেষ তারিখ 02-11-2023
বিশদে জানতে - https://wbpsc.gov.in/- এই ওয়েবসাইট দেখুন।