নিজস্ব প্রতিনিধি, প্যারিস - ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে ০-১ ব্যবধানে হেরেও নেইমাররা পৌঁছলেন পরবর্তী পর্যায়ে। কারণ, অ্যালায়েঞ্জ এরিনায় মরিসিও পোচেত্তিনো ব্রিগেড জিতেছিল ৩-২ ব্যবধানে। যা মুছে ফেলার জন্য মঙ্গলবার দু’গোলের ব্যবধানে জিততে হতো টমাস মুলারদের।
পিএসজি’র লক্ষ্য ছিল, ঘরের মাঠে জিতে গতবারের ফাইনালের হারের মধুর প্রতিশোধ নেওয়া। প্রথম লেগে নেইমার-এমবাপে জুটি জয় এনে দিয়েছিলেন। কিন্তু এদিন বিপক্ষ জাল কাঁপাতে ব্যর্থ তাঁরা।
ম্যাচের গতির বিপরীতে ৪০ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন এরিক ম্যাক্সিম চুপো-মোতিং। আলবার শট পিএসজি গোলরক্ষক কেলর নাভাস আংশিক প্রতিহত করলে ফিরতি বল হেডে জালে জড়ান তিনি (১-০)। এই গোলের পরই হঠাৎ ম্যাচের চালচিত্রে বদল ঘটে। বিরতির পর অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বায়ার্ন। পক্ষান্তরে, দ্বিতীয় গোল হজম না করাই লক্ষ্য ছিল পিএসজি’র।
দ্বিতীয়ার্ধে বিপক্ষ বক্সে একাধিক আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে ব্যর্থ গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। যোগ্য স্ট্রাইকারের অভাব যার অন্যতম কারণ। প্রতি-আক্রমণে ম্যাচে ফেরার চেষ্টা চালান নেইমাররাও। ৭৮ মিনিটে এমবাপে জাল কাঁপালেও তা অফ-সাইডের কারণে বাতিল হয়। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।
গোল না পেলেও ম্যাচের সেরা হয়েছেন নেইমার। ম্যাচ শেষে তিনি বলেন, "চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠার নেপথ্যে রয়েছে দলগত সংহতি। গতবারের চ্যাম্পিয়নদের বশ মানানো যথেষ্ট কঠিন। কিন্তু আমরা তা সহজে করেছি।"
বিশ্বকাপের আসর বসতে চলেছে দক্ষিণ আফ্রিকাতে
আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে শুরু মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ
বর্তমানে তুরস্ক জুড়ে শুধুই লাশের পাহাড়
বিশেষ উপহারের ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল
সাংবাদিক বৈঠকে নিজের সিদ্ধান্তের কথা জানান পাক উইকেটরক্ষক-ব্যাটার
ভূমিকম্পের পর থেকে নিখোঁজ ছিলেন চেলসির প্রাক্তন ফুটবলার
কুস্তির পর এবার কবাডিতেও ধর্ষণের অভিযোগ
প্রথম সংস্করণে অংশ নেবে মোট ৫ টি দল
বর্ডার-গাভাসকর সিরিজের আগে মনখারাপ কোহলির
অস্ট্রেলিয়ার জার্সি গায়ে আর দেখা যাবে না অ্যারন ফিঞ্চকে
রিয়াল মাদ্রিদ – ০
মায়োর্কা – ১
বার্সেলোনা – ৩
সেভিলা – ০
২০২১ সালে আয়েশার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছিল শিখরের
টটেনহ্যাম হটস্পার – ১
ম্যানচেস্টার সিটি – ০
খেলো ইন্ডিয়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে মধ্যপ্রদেশের ভোপালে