নিজস্ব প্রতিনিধি, প্যারিস - ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে ০-১ ব্যবধানে হেরেও নেইমাররা পৌঁছলেন পরবর্তী পর্যায়ে। কারণ, অ্যালায়েঞ্জ এরিনায় মরিসিও পোচেত্তিনো ব্রিগেড জিতেছিল ৩-২ ব্যবধানে। যা মুছে ফেলার জন্য মঙ্গলবার দু’গোলের ব্যবধানে জিততে হতো টমাস মুলারদের।
পিএসজি’র লক্ষ্য ছিল, ঘরের মাঠে জিতে গতবারের ফাইনালের হারের মধুর প্রতিশোধ নেওয়া। প্রথম লেগে নেইমার-এমবাপে জুটি জয় এনে দিয়েছিলেন। কিন্তু এদিন বিপক্ষ জাল কাঁপাতে ব্যর্থ তাঁরা।
ম্যাচের গতির বিপরীতে ৪০ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন এরিক ম্যাক্সিম চুপো-মোতিং। আলবার শট পিএসজি গোলরক্ষক কেলর নাভাস আংশিক প্রতিহত করলে ফিরতি বল হেডে জালে জড়ান তিনি (১-০)। এই গোলের পরই হঠাৎ ম্যাচের চালচিত্রে বদল ঘটে। বিরতির পর অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় বায়ার্ন। পক্ষান্তরে, দ্বিতীয় গোল হজম না করাই লক্ষ্য ছিল পিএসজি’র।
দ্বিতীয়ার্ধে বিপক্ষ বক্সে একাধিক আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে ব্যর্থ গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। যোগ্য স্ট্রাইকারের অভাব যার অন্যতম কারণ। প্রতি-আক্রমণে ম্যাচে ফেরার চেষ্টা চালান নেইমাররাও। ৭৮ মিনিটে এমবাপে জাল কাঁপালেও তা অফ-সাইডের কারণে বাতিল হয়। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানেই শেষ হয় ম্যাচ।
গোল না পেলেও ম্যাচের সেরা হয়েছেন নেইমার। ম্যাচ শেষে তিনি বলেন, "চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠার নেপথ্যে রয়েছে দলগত সংহতি। গতবারের চ্যাম্পিয়নদের বশ মানানো যথেষ্ট কঠিন। কিন্তু আমরা তা সহজে করেছি।"
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয় পেল ভারত
শুটিং থেকে এখনও পর্যন্ত ৩ টি সোনা এল ভারতের ঝুলিতে
তার সাফল্যে আনন্দে আত্মহারা ১৪০ কোটি ভারতবাসী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ১.৩০ মিনিট নাগাদ
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০-র বেশি রান তুলে নয়া নজির গড়ল নেপাল
এশিয়ান রেকর্ড ও বিশ্বরেকর্ড ভেঙে সোনা জিতলেন শিফট কৌর সামরা
এই নিয়ে শুটিংয়ে দ্বিতীয় সোনা এল ভারতের ঝুলিতে
১৯তম এশিয়ান গেমসের চতুর্থ দিনে ভারতীয়দের দাপট অব্যাহত
তৃতীয় দিনের শেষে ভারত রয়েছে ষষ্ঠ স্থানে