নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান – পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত দুর্গাপুর। রাস্তা অবরোধ করে বিক্ষোভ উত্তেজিত জনতা। শনিবার সকালে দুই নম্বর জাতীয় সড়কের বর্ধমান আসানসোল লেন ধরে এক ব্যক্তি বাইক করে যাচ্ছিলেন। সেই সময়ে ডিভিসি মোড়ের কাছে আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মেরে বাইকটি উল্টে যায়।
ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ওই বাইক আরোহী রাস্তায় পরে ছটফট করতে থাকে। পুলিশ প্রশাসনকে খবর দিলে সময় মতো না আসতে পারায় ক্ষোভে ফেটে পরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা।
উত্তেজিত জনতা জাতীয় সড়কের সার্ভিস রোড অবরোধ করায় অবরুদ্ধ হয়ে যায় দুর্গাপুর স্টেশন থেকে ডিভিসি মোড় হয়ে জাতীয় সড়কে ওঠার গুরুত্বপূর্ণ রাস্তার যান চলাচল। দুর্ঘটনাস্থল নিউ টাউনশীপ থানা হলেও ঘটনাস্থলে ছুটে আসে কোক ওভেন থানার পুলিশ। পুলিশ এসে আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, ডিভিসি মোড় থেকে বিকল্প কোনো রাস্তা না থাকার জন্য প্রতিনিয়ত এলাকার মানুষকে দুর্ঘটনায় পরতে হচ্ছে। বেশ কিছুদিন ধরে দুর্ঘটনার ফলে অনেক মানুষ মারা যাচ্ছে।এছাড়াও এদিন দুর্ঘটনা ঘটলে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসতে দেরি করে পুলিশ।
পাশাপাশি স্থানীয়রা জানায়, যতক্ষণ না এখানে বিকল্প রাস্তা তৈরি করার আশ্বাস দেওয়া হবে ততক্ষণ এই অবরোধ চলবে। তবে প্রায় ৪৫মিনিট অবরোধ চলার পর কোকওভেন থানার পুলিশের হস্তক্ষেপে আশ্বাস দেওয়ার পর অবরোধ তুলে নেয় স্থানীয়রা। পাশাপাশি ডিভিসি মোড় থেকে কোনও বিকল্প রাস্তা না হলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেয় স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা আসলাম খান বলেন,’ বিগত বহুদিন ধরে এই রাস্তায় দুর্ঘটনা হতেই থাকে। এখানেই বিকল্প রাস্তা না থাকার দরুন এই দুর্ঘটনা হয়। আমরা চাই এখানে দ্রুত বিকল্প রাস্তা বানানো হোক। পরপর তিনদিন টানা এখানে দুর্ঘটনা হল। আজ একজন ব্যক্তি এখানে পরেছিল এক ঘন্টা ধরে কোনও অ্যাম্বুলেন্স বা পুলিশের পাত্তা নেই। এই কারণে আমরা আজ রাস্তা অবরোধ করেছি’।
অগ্নিগর্ভ রাজস্থান , বন্ধ ইন্টারনেট পরিসেবা , গ্রেফতার ২
ফের নিম্নমুখী রুপোর দাম
অপরিবর্তিত সোনার দাম
এবার থেকে গোটা কোম্পানি সামলাবে মুকেশ পুত্র আকাশ আম্বানি
পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের দুই হাবিলদারকে হত্যা
অভিযোগ সম্পূর্ণ মিথ্যে , দাবি বিধায়ক পরেশ রামদাসের
মহিলাকে বেধড়ক মারধর করে দোকান ভেঙে দেওয়ার অভিযোগ
সুদীপ্ত সেন নাম বলার পরেও সিবিআই কিছু করছে না , বাধ্য হয়ে রাজ্যপালের দ্বারস্থ তৃণমূল
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত তৃণমূল কর্মী গৌতম বিশ্বাস
মৃত খালাসির পরিচয় জানার চেষ্টা করছে শান্তিপুর থানার পুলিশ
বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বাংলায় আসার পথে গ্রেফতার অভিযুক্তরা
নিকাশি ব্যাবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর
গ্রেফতার হওয়া বেশিরভাগ অভিযুক্তই ভিন রাজ্যের বাসিন্দা
৫ বছর ধরে আমাদের লড়াই চলছে , আগামীতেও চলবে , দাবি বিক্ষোভকারী পরীক্ষার্থীদের
আদালত অনুমতি না দিলে সম্ভাব নয় , আপনারা বিকাশবাবুদের গিয়ে বলুন , চাকরি আটকে যাচ্ছে , মামলা না করতে - মুখ্যমন্ত্রী