নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - নিষ্পাপ পথ কুকুরদের ওপর অত্যাচার। অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করায় বারুইপুরের এক পশুপ্রেমিক পরিবার এবং এলাকাবাসীর ওপর হামলা। এমনই অমানবিক ছবি ধরা পড়ল বারুইপুর অঞ্চলে। অভিযোগ ওই অঞ্চলের কিছু যুবকের বিরুদ্ধে। ঘটনায় ক্ষীপ্ত এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে , গত রবিবার রাতে বারুইপুরের সাউথ গড়িয়া পঞ্চায়েতের নরিদানা এলাকায় একদল যুবক মাছ ধরার বর্শী দিয়ে আঘাত করে পথ কুকুরদের ওপর। এমনকি মাছ ধরার যে বর্শী তা দিয়ে একটি কুকুরের পায়ে নির্মমভাবে গেঁথেও দেওয়া হয়। কুকুরটি যন্ত্রনায় ছটফট করতে থাকে এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। ফলত ওই এলাকারই বাসিন্দা কার্তিক মন্ডল, তার পরিবার এবং এলাকাবাসী এই ঘটনায় প্রতিবাদ করায় উল্টে তাদের ওপর মদ্যপ অবস্থায় চড়াও হয় ওই যুবকরা।
মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় কার্তিক মন্ডলের। এমনকি হুমকিও দেওয়া হয় সেই পরিবারকে। এলাকাবাসীর অভিযোগ, এইরকম অমানবিক ঘটনা এরা প্রায় ঘটিয়ে থাকে। পরবর্তীতে ওই যুবকদের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়। এখনো পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি বলেই জানা যাচ্ছে।
আহত কার্তিক মন্ডল জানান, "রাতে কুকুরটি জোরে চিৎকার করায় বাইরে বেরিয়ে এসে দেখি কুকুরের পায়ে পায়ের এক পাশ থেকে অপর পাশে বর্শী গেঁথে আছে। তারপর এলাকাবাসী খোঁজখবর করে জানতে পারে বর্শীটি ওই পাড়ারই দুই যুবক রন এবং বিশ্বর। সেটা স্বীকারও করে তারা। কিন্তু প্রশাসনের দারস্থ হওয়ার পরও এতোকিছু করার পরও কোনো লাভ হয়নি। অভিযুক্তরা এখনো বুক ফুলিয়ে ঘুরে বেরাচ্ছে এবং বলছে, তারা রাস্তার কুকুরকে মেরেছে বেশ করেছে, পরবর্তীকালেও আবার মারবে, কার কি করার করে নেবে।"
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে