অমৃতবাজার এক্সক্লুসিভ - ভারতে ৫১ টি শক্তিপীঠ দেবী শক্তিকে উৎসর্গ করা হয়েছে, যাকে অশুভের ধ্বংসকারী ভগবান শিবের শক্তি বলে মনে করা হয়।এই শক্তি পীঠের অন্যতম হলো পতিরাম শক্তিপীঠ।আপনারা চাইলে সতীর ৫১ টি শক্তি পীঠের মধ্যে পতিরাম শক্তিপীঠে ঘুরে আসতে পারেন। উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলায় রয়েছে এই শক্তিপীঠ।
ইতিহাস - আপনারা প্রায় সকলেই জানেন কিভাবে শক্তি পীঠগুলোর সৃষ্টি হয়েছে।প্রতিটি মন্দিরের শক্তি এবং কালভৈরবের উপাসনালয় রয়েছে এবং বিভিন্ন শক্তিপীঠে অধিকাংশ শক্তি ও কালভৈরবের বিভিন্ন নাম রয়েছে।দক্ষ যজ্ঞে দেবী সতীর দেহ ত্যাগের পর
মহাদেব দেবীর দেহ কাঁধে তুলে তান্ডব নৃত্য শুরু করেছিলেন সেই সময়ে ব্রহ্মাণ্ড ধ্বংস হওয়ার উপক্রম হয়ে এসেছিলো তাই ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র ব্যবহার করে দেবীর দেহকে ৫১ টি শরীরের অংশে কেটেছিলেন , যা পৃথিবীতে পড়েছিল পবিত্র স্থানে যেখানে সমস্ত মানুষ দেবীর প্রতি শ্রদ্ধা জানাতে পারে।পতিরাম শক্তিপীঠে দেবীর বাম পায়ের বৃদ্ধাঙ্গুল পতিত হয়েছিল।এখানে দেবী অম্বিকা মা বিদ্যেশ্বরী পতিরাম নামে পরিচিত এবং ভৈরব আমৃতাক্ষ নামে পরিচিত।
মন্দির - এই শক্তি পীঠে দেবী অম্বিকা মা বিদ্যেশ্বরী নামে পরিচিত হয়ে থাকেন, আর এখানে ভৈরব হলেন অমৃতাক্ষ। আর সেই নদীর পূর্ব পাড়ে রয়েছে মায়ের মন্দির, মায়ের মন্দিরের উত্তরে রয়েছে অমৃতাক্ষ ভৈরব ও পেছনে রয়েছে ভৈরব কুণ্ড।
মন্দির থেকে সামান্যটা এগিয়ে গেলে একটু দূরেই রয়েছে মহাশ্মশান। আগে শ্মশানটি দেবীর মন্দিরের কাছাকাছিতেই ছিল, কিন্তু কালের চক্রে নদী গতিপথ পরিবর্তন করেছে, সেই কারণে নদী দূরবর্তী হয়েছে আর এর পাশাপাশি নদীর সঙ্গে শ্মশান ও দূরে সরে গিয়েছে।
তবে সেখানে একটি প্রাচীন মন্দির এবং মায়ের শ্বেত পাথরের মূর্তিও রয়েছে। প্রাকৃতিকভাবে সেখানে মায়ের শিলারূপ নেই, সেখানে দেবী মনসা নামে পুজিতা হলেও এই মনসা সর্পের দেবী নন।
ভ্রমনের ভালো সময় - গোটা বৈশাখ মাস জুড়ে এবং জৈষ্ঠ মাস জুড়ে এখানকার স্থানীয় মহিলারা হরীষ মঙ্গলচন্ডী ব্রত পালন করেন মায়ের মন্দিরে, পুজো দেওয়ার উদ্দেশ্যে। এছাড়াও দুর্গা পূজার মহাষ্টমী তিথিতে বলি সহ প্রভাতে দেবীকে শ্রী গৌরী রূপে বিশেষ পূজার ব্যবস্থা করা হয়।তারপরে প্রতিবছর পৌষ মাসের বকুল অমাবস্যাতেও তিথিতে তিন দিন ধরে সপ্তশতী যজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে মায়ের বাৎসরিক পূজা অনুষ্ঠান চলে।আপনারা চাইলে সময়কে বেছে নিতে পারেন ভ্রমনের জন্য।
কিভাবে যাবেন?
এই পতিরাম শক্তি পীঠে যেতে চাইলে আপনারা কলকাতার শিয়ালদহ থেকে যেকোনো বাসে করে পতিরামের তালতলা মোড় অথবা চৌরঙ্গী মোড়ে আসতে পারেন।এরপর আপনাদের বালুরঘাট থেকে পতিরামের বিদ্যেশ্বরী মন্দির আসতে মাত্র ৩০ মিনিট সময় লাগবে আপনার। তাছাড়া মায়ের মন্দির থেকে সামান্য দূরে সরকারি অতিথিশালা রয়েছে, যার নাম “পথসাথী” সেখানে আপনারা চাইলে রাত্রি যাপনও করতে পারেন।
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর