নিজস্ব প্রতিনিধি, কলকাতা - পুঁইশাক বাঙালির বেশ পছন্দের একটি শাক , তাই অনেক বাঙালি বাড়িতে ছাদের মাচায় কিংবা টালির চালের এনারা বিরাজমান। বাঙালি ছাদ কিংবা খাবার পাত , উভয় জায়গাতেই পুঁইশাকের দর্শন পেলে বেশি খুশি হন। কিন্তু ইনি যদি একটু ভোল বদল করেন অর্থাৎ তিনি যদি উঁকি মারেন বাথরুমের জানালা দিয়ে তবে কি আপনি খুশি হবেন নাকি গুপ্তচর ভেবে ভয় পাবেন?
এমনই এক পুঁইশাক এবার ভাইরাল হলো ফেসবুক জুড়ে । এক মহিলা ফেসবুক গ্রুপে হঠাৎই পোস্ট করলেন এক ছবি। তা দেখে লজ্জা এবং হাসিতে কুপোকাত সকলে। একটি সরু লম্বা পুঁইডাল জানালা দিয়ে উঁকি মারলো একেবারে বাথরুমে এবং তাকে নিয়ে অত্যন্ত চিন্তিত এই গৃহকর্তী।
তিনি নিজের ফেসবুকে পোস্ট করলেন সেই দুঃসাহসী পুঁইডালের ছবি। পোস্ট করে লিখলেন, 'পাশের বাড়ির পুঁইশাক জানালা দিয়ে বাথরুমে এসে পড়েছে'। ছবিটি পোস্ট করা মাত্রই বয়ে গেল কমেন্টের বন্যা। তার কমেন্ট বক্সে চোখ রাখলেই ভেসে আসছে নানান ধরনের মন্তব্য। যা দেখলে আপনিও হাসতে বাধ্য।
কেউ লিখেছেন, 'বাথরুমে মাচা করে দিন সারাবছর পুঁইশাক খান'। আবার বেশিরভাগই চরিত্রহীন বলেছেন ওই পুঁইডালকে। এদিকে কিছু চিন্তাশীল মানুষ সাবধান করেছেন ওই মহিলাকে দেখে নিতে বলেছেন ডালটিতে ক্যামেরা লাগানো আছে কি না।
কেউ কেউ তো ‘পুঁইডালটি সবকিছু দেখে ফেলবে বলে’ দুশ্চিন্তায় পড়ে গেছে।
এখানেই শেষ নয় কেউ সুন্দর করে ইলিশ মাছের মাথা দিয়ে ওই পুঁইশাক রান্নার সুপরামর্শ দিয়েছেন মহিলাকে।
আবার কেউ নাম এনেছেন পাশের বাড়ির কাকিমাদের জানিয়েছেন, কাকিমাদের মতোই উঁকি মারা স্বভাব হয়েছে পুঁইডালের।
মোটামুটি সব মিলিয়ে এক মজার কাণ্ড ঘটেছে এই দুঃসাহসিক পুঁইডালকে কেন্দ্র করে।
টম ক্রুজের মতো 'টাইগার থ্রি' ও ‘পাঠান’ ছবি দিয়েই কি ফের কামব্যাক সলমন-শাহরুখের , জল্পনা তুঙ্গে
মৃত্যুর আগে হাসপাতালের বেডে শুয়েই জীবনের শেষ বার্তা
শুধু হাত নয় , মেরুদন্ডেও হালকা চিড় ধরেছে নন্দিতা রায়ের
মিকাকে বিয়ে যে কোনো কিছু করতে প্রস্তুত , প্রতিযোগীর মন্তব্য ঘিরে বিতর্ক
যতবারই কোনো পুরুষ এসেছে ততবারই তারা হতাশ করেছে - সুস্মিতা
গর্ভবতী হওয়ার পরদিনই বিয়ে করবো , ঘোষণা রাখির
আর্থিক টানাটানি , বিবাহ বিচ্ছেদ চাইতেই অত্যাচার
মীরাই শাহীদের প্রীতিকে খুঁজে বের করলেন নেটিজেনরা
দশটি মেয়ের কাহিনী নিয়ে তৈরি হতে চলেছে নতুন ছবি 'দশভূজা অ্যাকাডেমি
মাধবন সবচেয়ে সৎ অভিনেতাদের মধ্যে একজন ও সত্যিকারের দেশপ্রেমিক - বিবেক
আগামী ১৩ ই জুলাই এই মামলার শুনানি
একটি ছোটখাট দুর্ঘটনা ঘটেছে , চিন্তা নেই আমি সঠিক পর্যবেক্ষণে আছি , অনুরাগীদের বার্তা শ্রীলেখার
দিয়াকে কটাক্ষ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর
এক নজরে দেখুন গোটা রথযাত্রার ইতিহাস
রথ যাত্রা শুরু পুরীতে নয় , আমাদের বাংলাতেও হয় - মমতা