শুধু আজ নয় , আগামীকালও চলবে ভারী বৃষ্টি

সেপ্টেম্বর ২১, ২০২৩ দুপুর ০২:০৯ IST
650bf1a2f05b5_Screenshot_2023-09-21-13-02-43-535-edit_com.google.android.googlequicksearchbox

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বৃহস্পতিবার ভোর থেকেই বৃষ্টি নেমেছে কলকাতা ও শহরতলির বিভিন্ন এলাকায়। বেলা বাড়লেও রোদের দেখা মেলেনি । আজ দক্ষিণবঙ্গে দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে ভারি বৃষ্টির সম্ভাবনা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ ও কাল কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে এতে তাপমাত্রার খুব বেশি পরিবর্তন হবে না। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ আছে, সেটি উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে অগ্রসর হচ্ছে। 

এটি অবস্থান করায় বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলী, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।

অপরদিকে, মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজবে উত্তরবঙ্গও। বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সে কারণে উত্তরবঙ্গ জুড়ে জারি হয়েছে কমলা সতর্কতা। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ।

ভিডিয়ো

Kitchen accessories online