নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - বলতে গেলে দুর্গাপুজো শুরু হয়ে গেছে। আজ তৃতীয়া অথচ এখনও পর্যন্ত বোনাস পাননি দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে বিক্ষোভ। বুধবার সকালেও ধরা পরল সেই একই চিত্র। বোনাসের দাবিতে সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ করলেন কারখানার শ্রমিকেরা। তাদের দাবি কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েও এখনও অব্দি কোনও পুজোর বোনাস মেলেনি।
এদিন বোনাসের দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানার গেটে তুমুল বিক্ষোভ করে বিএমএস , আইএনটিটিইউসি সহ সবকটি শ্রমিক সংগঠন। এমনকি গেটের বাইরে এই বিক্ষোভের জেরে আটকে পরেন ইস্পাত কারখানার আধিকারিকদের একাংশর গাড়িও। দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মীদের অভিযোগ তাদের পুজোর আগে বোনাস বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষতির মুখে পরেছেন তারা। একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোন সুরাহা মেলেনি। শেষ পর্যন্ত একজোট হয়ে দুর্গাপুর ইস্পাত কারখানার সাতটি শ্রমিক সংগঠন আন্দোলনে নেমেছে। দ্রুত বোনাস দেওয়া না হলে লাগাতার আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেয় ইস্পাত কারখানার কর্মীরা।
এদিন হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নে জেনারেল সেক্রেটারি রজত দীক্ষিত জানিয়েছেন , 'শ্রমিকদের দাবি পুজোর আগে তাদের পুজোর বোনাস দিতে হবে , যেটা খুবই স্বাভাবিক। অনেকবার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করার পরেও সমস্যার সমাধান হয়নি। এই ম্যানেজমেন্টের ঔদ্ধত্য আমরা মেনে নিতে পারিনি। আমাদের সেন্ট্রাল লিডারশিপ চেষ্টা করেছিলেন একটি সুস্থ সমাধানের জন্য , তাতেও কোনও কাজ হয়নি। ২৪ তারিখে একটি মিটিং করা হয়েছিল , কিন্তু সেখানেও কোনও সমাধানের চিহ্ন দেখা যায়নি। ৭০০ কোটি টাকা যদি অফিসারদের জন্য রাখা হয় , তাহলে শ্রমিকদের জন্য কেন ৩৪০ কোটি টাকা সরিয়ে রাখা হবে না? তাই আমরা আজগেটে বিক্ষোভ করছি।
পাশাপাশি হিন্দুস্তান স্টিল ওয়ার্কার ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি রানা সরকার জানিয়েছেন , ‘আইএনটিইউসি রাস্তায় নামে , যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়। সেল এবারে ১৬ হাজার কোটি টাকা প্রফিট করেছে। লোয়ার মোস্ট এক্সিকিউটিভদের ৭০ হাজার টাকার পিআরপি হয়েছে। আমরা প্রফিটের শেয়ার চেয়েছি , ম্যানেজমেন্ট আমাদের বারবার প্রত্যাখ্যান করেছে। তাই বাধ্য হয়ে আমরা আজ রাস্তায় নেমেছি। দুর্গাপুজো ইউনেস্কো স্বীকৃত , আজও পর্যন্ত দুর্গাপুজোর বোনাসের টাকা আমাদের কাছে ঢোকেনি। কর্তৃপক্ষ যতদিন না মানবে আমাদের দাবি আমাদের এই আন্দোলন চলবে’।
দিল্লি ক্যাপিটালস – ১৩১/৯ (২০)
মুম্বাই ইন্ডিয়ান্স – ১৩৪/৩ (১৯.৩)
জেনে নিন হাড়ের ক্ষয় রোধ করতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক
সমবায় সমিতির ৯টি আসনের মধ্যে ৫টিতে জয়ী বাম সমর্থিত প্রার্থীরা
প্রাইমারি TET পরীক্ষা প্রস্তুতিতে আজ ইংরেজি গণিত বাংলা child psychology ও পরিবেশ বিদ্যা উত্তরপত্র
প্রথমবার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন লভলিনা
হরিপুর গ্রাম পঞ্চায়েতের ১৫ টি আসনের মধ্যে ১৪টিতেই প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে
ম্যাচের শেষে ফলাফল ২১-১৯, ২৪-২২
টানা দ্বিতীয়বার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন নিখাত
সোমবার চতুর্থ রমজান
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-দিল্লির ম্যাচ
হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন প্রবোধ পুরকাইত
মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা সর্বস্তরের মানুষের
পেরিয়ে গেছে ২ বছরেরও বেশি , সুশান্তের কথা উঠতেই মঞ্চেই কেঁদে ফেললেন স্মৃতি