নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে একটি পুকুর থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দমদমের পুর এলাকার দমদম পার্কের একটি পুকুর থেকে। মৃতের নাম পপি দে। তিনি দক্ষিণ দমদমেরই বাসিন্দা। ছেলের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে , নিজের প্রাণও হারালেন এই মহিলা।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে , মাস খানেক আগে সেই মহিলার ছেলে মারা গিয়েছেন। তারপর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন ,মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন তিনি, তবে ফিরেও আসতেন। কিন্তু গত বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে যান তিনি ।পরিবারের অন্যান্য সদস্যরা তাকে খুঁজলেও তার খোঁজ পাওয়া যায়নি। অবশেষে শুক্রবার সকালে দমদমের এক নম্বর পুকুর থেকে সেই মহিলার ভাসমান মৃতদেহ দেখতে পান স্থানীয়রা, এরপর স্থানীয়রা খবর দেন পাড়ার কাউন্সিলরকে ,এর পরবর্তীতে লেকটাউন থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেন।
এ প্রসঙ্গে স্থানীয়রা জানিয়েছেন, আজ সকালে এক নম্বর পুকুরে স্নান করতে যাওয়ার সময় তারা পরিলক্ষিত করেন এক মহিলার মৃতদেহ জলে ভাসমান অবস্থায় রয়েছে ।এর পরই তারা পুলিশকে খবর দেন, তবে সেই মহিলার ঠিক কি কারনে জলে ডুবে গেল অথবা তার মৃত্যুর পেছনে ঠিক কি কারণ রয়েছে তা এখনো জানা যায়নি।
লেকটাউন থানার পুলিশের প্রাথমিক অনুমান, মহিলার কানের এক পাশের একটি দুল পাওয়া গেছে, অপর পাশের দুল পাওয়া যায়নি, এ বিষয়ে যথেষ্ট সন্দেহের দানা বেঁধেছে, তবে মৃত্যুর সঠিক কারণ এখনও জানা সম্ভব হয়নি , ময়না তদন্তের পর ঠিক কি কারনে মৃত্যু ঘটেছিল তা জানা যাবে।
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ
এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি
BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে
এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর
আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর
রাহুল গান্ধীর মুখ বন্ধ করার জন্য এই পদক্ষেপ দাবি কংগ্রেসের
শনিবার দ্বিতীয় রমজান
গণতন্ত্র বর্তমানে সোনার পাথর বাটি , বিজেপিকে কটাক্ষ করে ট্যুইট অভিষেকেরও
রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হতেই দেশ জুড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছে কংগ্রেস
হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ যুবক
শুধু বাড়িতেই আগুন নয় , নেশার ঘোরে স্ত্রী-কন্যাকেও বেধড়ক মারধর করার অভিযোগ মদ্যপ বেক্তির বিরুদ্ধে
অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করার সময় হাঁটুতে আঘাত