নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - অবশেষে পুলিশ হেফাজত হল জিতেন্দ্র তিওয়ারির। ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিলেন বিচারক।তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ (অনিচ্ছাকৃত খুন), ৩০৮ (অনিচ্ছাকৃত খুনের চেষ্টা), ৩৪ ধারায় (যৌথভাবে কোনও ঘটনা সংগঠিত করা) মামলা রুজু করেছেন পুলিশ। এদিন আসানসোল আদালতে নিজের পক্ষে নিজেই সওয়াল করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। ২ দিনের পুলিশ হেফাজত চান তিনি।এদিকে কম্বলকান্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির গ্রেফতারিতে জোর উত্তেজনা আসানসোলে।
কম্বল বিলিকান্ডে জিতেন্দ্র তিওয়ারির গ্রেফতারির প্রতিবাদে আসানসোল আদালতে স্লোগান-শাউটিং বিজেপি কর্মীদের। আদালত চত্বরে বসে পরে বিক্ষোভ দেখান তারা। অনুব্রত মণ্ডলকে গরু চোর বলে কটাক্ষ করে তাকে এসি গাড়িতে যাতায়াত করানোয় পুলিশকে ধিক্কার দেন বিজেপি কর্মীরা। পুলিশের গাড়ি আটকেও চলে বিক্ষোভ। এক কথায় জিতেন্দ্রর গ্রেফতারি নিয়ে জোর রাজনৈতিক চাপান-উতোর চলছে। যদিও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের যুক্তি, আইন আইনের পথে চলছে। কারণ, কম্বল বিতরণ নিয়ে যে দুর্ঘটনা হয়েছে, তার দায় বিজেপি নেতাদেরই নিতে হবে। পাশাপাশি তিনি শুভেন্দু অধিকারীকেও গ্রেফতারির দাবি জানান।
এদিকে গ্রেফতারির পরেই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ালেন জিতেন্দ্র তিওয়ারি।বিজেপির আইনজীবী নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, 'কাল সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদনের মামলার শুনানি।২০২৪-এ জবাব দেব। সিপিএমের থেকেও তৃণমূল বেশি করছে। ২০২৪ পর্যন্ত অপেক্ষা করুন মানুষই জবাব দেবে।'
প্রসঙ্গত,গতবছরের ১৪ ডিসেম্বর, আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী, জিতেন্দ্র-পত্নী চৈতালি তিওয়ারির ২৭ নম্বর ওয়ার্ডে কম্বল বিলি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এক নাবালিকা-সহ ৩ জনের মৃত্যু হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারি-সহ একঝাঁক বিজেপি নেতা। যার মামলা গড়ায় হাইকোর্টে। ২৩ ফেব্রুয়ারি, জিতেন্দ্র, চৈতালি-সহ ৫ জনের আগাম জামিনের আর্জি খারিজ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
পুরনো দিয়ে ঘর সাজান নতুন করে
এই ভেষজ উদ্ভিদের ঘরোয়া টোটকায় বিভিন্ন রোগের নিরাময় হবে
দেখুন কেন বিখ্যাত আজকের দিনটি
২০১৪ সাল থেকে হাতে খড়ি , আগে কাকুর ডাকনাম হচ্ছে সান্টু , সুজয়কৃষ্ণকে নিয়ে দাবি শুভেন্দুর
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
দু-পক্ষের সওয়াল জবাবের পর জামিনের আর্জি খারিজ করে সুজয়কৃষ্ণ ভদ্রকে ইডি হেফাজতের নির্দেশ আদালতের
ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী
আম্বানি পরিবারের ঘর আলো করে এলো এক কন্যা
ফের সোনার দাম ঊর্ধ্বমুখী
এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের বিমান বাজেয়াপ্ত করল মালয়েশিয়ার সরকার
গান্ধী পরিবারের বিরুদ্ধে একাধিক স্লোগান দেন খলিস্তানিরা
ইতিমধ্যেই অভিযুক্তের মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ
বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগটরা মিথ্যা অভিযোগ তুলেছেন বলে দাবি নির্যাতিতার কাকার
সান ফ্রান্সিসকোয় মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন রাহুল
ইতিমধ্যেই মূল দফতর থেকে জেলার দফতরগুলিকে ডেটাবেস তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে