নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - একবার নয় , দু বার নয় , এই নিয়ে চলতি মাসে ৩ বার আইএসএফকে হুঁশিয়ারি আরাবুলের। এরআগে ২ বার , কখনো না পিঠের চামড়া তুলে নেওয়ার , কখনো বা রাস্তায় ফেলে মারার হুমকি দিয়েছিলেন ভাঙড়ের তৃণমূলের তাজা নেতা আরাবুল ইসলাম। তবে এদিন তৃতীয় বারে হুঁশিয়ারি দিয়ে আরাবুল জানান , পুলিশ না থাকলে ভাঙড়ে আইএসএফ ভাঙড়ে ঢুকতেই পারতো না , আর নওশাদ সিদ্দিকীর পিঠের চামড়াও থাকতো না। যদিও আরাবুলকে এদিন পাল্টা জবাবও দিয়েছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।
এদিন ভাঙড়ের একটি সভা থেকে আরাবুল ইসলাম হুঁশিয়ারির সুরে বলেন , নওশাদ সিদ্দিকী বলছে পুলিশ না থাকলে তারা এখানে বিশাল কিছু করবে। আমরা তো মনে করছি পুলিশ গার্ড না করলে নওশাদ সিদ্দিকীর চ্যাটা পর্যন্ত থাকবেনা ভাঙড়ে। এটা নওশাদ সিদ্দিকীর ভেবে রাখা উচিত , যে সরকারপক্ষের লোকেরা বেশি সুযোগ পায় না। তারা সব সময় লড়াই করে। আর বিরোধীরা বেশি সুযোগ পায়। আমি যখন বিরোধী দলে ছিলাম তখন পুলিশ আমায় বেশি প্রটেকশন দিত। প্রতিটা ক্ষেত্রে পুলিশ আমায় নিয়ে যেত প্রটেকশন দিত। মিটিং করার সুযোগ করে দিত। আমরা সেটাও দেখছি ওরা বিরোধীদলে থেকে সরকারি সুযোগ-সুবিধা গুলো পাচ্ছে। আজকে ওরা যে কথা বলছে , পুলিশ না থাকলে ওদের চামড়া পিঠে থাকত না। আইএসএফের শুধু নওশাদ সিদ্দিকীই নয় , ওদের কর্মীদেরও পিঠের চামড়া থাকতো না'।
তবে এতদিন মধুরবাক্য ছেড়ে এদিন পাল্টা হুঁশিয়ারি দিয়ে নওশাদ সিদ্দিকী জানিয়েছেন,'প্রটেকশন তো নিজের বডিগার্ড থাকলে হয় , আমার কি আছে দেখেছেন? আর আরাবুল স্যারকে বলুন আমি শুনেছি ওনার একটু সুগারের প্রবলেম আছে। ভালোভাবে ট্রিটমেন্ট করতে বলুন, ভবিষ্যতে যেন শরীর ভালো থাকে। কারন আগামী দিনে যা তোলাবাজি , যা কর্ম করেছেন এর ইঞ্চিতে ইঞ্চিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বুঝে নেওয়া হবে। তখন শরীর যাতে সুস্থ থাকে , তাহলে বুঝতে ভালো হবে'।
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে