নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - বাজি কারখানায় মৃতের পরিবারদের আর্থিক সহায়তা দিতে শনিবার এগরার খাদিকুলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্ফোরণের জায়গা থেকে দেড় কিলোমিটার দূরেই আজ মঞ্চস্থ হন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি। সেই সঙ্গে এই ঘটনা নিয়ে পুলিশদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।
এদিন তিনি গ্রামবাসীদের ভানু বাগ সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যিনি বেআইনি বাজি কারখানা করেছেন তাকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু তিনি মারা যান। যদি কোথাও ফায়ার ক্রাকার দেখেন সঙ্গে সঙ্গে ওসিকে জানাবেন। ওসি ব্যবস্থা না নিলে আমাকে জানাবেন। আমি সরিয়ে দেব। এখানকার ওসিকেও সরিয়ে দিয়েছি। ইন্টেলিজেন্সের ফেলিওর ছিল। আমি এই ঘটনার জন্য ক্ষমা চাইছি’।
এছাড়াও বললেন, ‘এটা একটি ওড়িশা বর্ডার। এই বর্ডার দিয়ে ঝাড়খন্ড-ওড়িশায় বেআইনি বাজি সামগ্রী সরবরাহ চলত। সরকারি ভাবে বাজি কারখানা গড়ে তোলার পর যারা যারা উৎসাহী বাজি কারখানা করতে চান তারা আবেদন করতে পারেন। কারণ বাজিও মানুষের প্রয়োজন , বিভিন্ন উৎসবে লাগে’।
এদিকে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'এগরার খাদিকুলে হেলিকপ্টার করে যাবেন, হেলিপ্যাড তৈরি হয়েছিল। গতকাল জামাই ষষ্ঠী ছিল, আমি বলেছিলাম ভানু বাগের বাড়িতে জামাই ষষ্ঠী করতে যাবেন, কালকে যাননি, আগামী কাল ভানু বাগের শ্রাদ্ধ আছে, ভানু বাগ ওনার সম্পদ। কালকে ভানু বাগের শ্রাদ্ধে খেতে যাচ্ছেন'। সেই সঙ্গে কটাক্ষ করতে শোনা যায় বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষকেও। তিনি বলেন, 'ওনার লোকেরা বোমা ফাটিয়ে লোককে মারবে, আর উনি প্যাকেজ দেবেন। এভাবে ক'দিন চালাবেন? কেন উনি কারখানাগুলো বন্ধ করছেন না'।
মেয়রের হুঁশিয়ারি অমান্য করেই মানুষের চলাচলের রাস্তা দখল করে তৈরি করছে অবৈধ নির্মাণের অভিযোগ
আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল
শেষ পর্যন্ত পঞ্চায়েত অফিসের তালা ভেঙে বিরোধীদের ভিতরে ঢোকার ব্যবস্থা করলো পুলিশ
লুঠের ভাগ নিয়ে রাস্তায় মারপিট হচ্ছেও তৃণমূলের মধ্যে , তোপ বিজেপির
শাহরুখ খানের একটি ফ্যান ক্লাবের তরফে বেঙ্গালুরুর একটি হলের ভিডিও পোস্ট করা হয়
ওএমআর শিট নষ্ট করা ও জালিয়াতির অভিযোগ উঠেছে এই কোম্পানির নামে
একের পর এক শো বাতিল হওয়ার পরে এবার সরাসরি মুখ খুললেন গায়ক
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬
ফারুকের মুক্তিকে স্বাগত জানিয়েছে বিজেপি, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ
সনাতন ধর্ম ইস্যুতে বড়সড় পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত
পড়ুয়াদের জন্য নেই সঠিক মিড ডে মিলের ব্যবস্থা টুকুও
শীঘ্রই রাজভবনের তরফে এই কমিটির সদস্যদের নাম সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে , বার্তা রাজ্যপালের
মহিলা কন্সটেবলের উপরে হামলার ঘটনায় স্বতোঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল এলাহাবাদ হাই কোর্ট
রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিলের বিপক্ষে কোনো ভোটই পরেনি