নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ফের একবার পুলিশি হেফাজতে এক যুবকের মৃত্যু।পুলিশের বেধড়ক মারধরের ফলেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। যুবকের নাম সোমনাথ সর্দার।এই মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় গ্রামবাসীরা রাস্তা অবরোধে করে। সেই সঙ্গে রীতিমত পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার হাওড়ার পাঁচলায় জয়নগর সর্দারপাড়ায়।
সূত্রের খবর , হাওড়ার পাঁচলায় জয়নগর সর্দারপাড়া এলাকার বাসিন্দা সোমনাথ সর্দার ।সাত বছর আগের পুরোনো একটি মামলার জেরে মঙ্গলবার সোমনাথকে গ্রেফতার করে পাঁচলা থানার পুলিশ। এরপর গত বুধবার তাকে আদালতে তোলা। শুনানিতে তার জেল হেফাজত হয়। এরপর হঠাৎই বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়ে সোমনাথ। এবং তার পরে জেলে তার মৃত্যু হয়। পুলিশের তরফে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
তবে পরিবারের অভিযোগ , পুলিশের বেধড়ক মারধরের ফলেই মৃত্যু হয়েছে সোমনাথের।এরপরেই তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেন । রীতিমত পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী।
মৃতের দিদি অভিযোগ করেছেন, “গত ৩০ তারিখে আমার ভাই সুস্থ ভাইকে মিথ্যা কথা বলে জেলে নিয়ে যায় পাঁচলা থানার পুলিশ। সুস্থ ছেলে গেল আর মরা হয়ে ফিরে এল। এমনকি আমাদের বলাও হয়নি আগে যে আমার ভাইয়ের শরীর খারাপ। একেবারে মৃতদেহ দেখলাম। পুলিশই মারধর করে আমার ভাইকে মেরেছে।”
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর