নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - কালীপুজোর আগে ফের শ্রমিক বিক্ষোভে উত্তাল দুর্গাপুর। পুনর্বাসন সহ বকেয়া টাকা মেটানোর দাবিতে দুর্গাপুরের একটি কারখানার গেটের বাইরে চরম বিক্ষোভ দেখায় কয়েকশো শ্রমিক।এদিকে এই বিক্ষোভকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।
স্থানীয় সূত্রে জানা গেছে , ২০১৯ সালে মালিকানা বদল হওয়ায় বন্ধ হয়ে যায় এই কারখানার এক নম্বর ইউনিট। তখন এই ইউনিটে কর্মরত ১২৬ জন শ্রমিক কর্মহীন হয়ে পরে। ২০২১ সালে নতুন করে কারখানার এক নম্বর ইউনিট খোলার কথা ওঠে। ঠিক সেই সময় কর্মহীন ১২৬ জন শ্রমিকের ধারণা হয় নতুন মালিক তাদের কাজে নাও রাখতে পারেন। তাই ওই ইউনিটে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভকারীদের চাপে থেমে যায় কারখানার রক্ষণাবেক্ষণের কাজ।
এপ্রসঙ্গে শ্রমিক মধুসূদন কোনার জানিয়েছেন , এই কারখানা প্রতিনিয়তই খোলা থাকে। তারা বারংবার কোম্পানিতে এসে তাদের কাজের দাবী রেখেছেন। কিন্তু এখনো পর্যন্ত কোনোরকম কাজ পাওয়ার আশা দেখতে পাচ্ছেন না। কোম্পানি বন্ধ হওয়ার ৪৪ মাস পর্যন্ত তারা কোনোরকম টাকা না পাওয়ায় সংসার চালাতে খুবই সমস্যা হচ্ছিল। একপ্রকার না খেয়েই দিন কাটাতে হচ্ছিল।
এপ্রসঙ্গে এস পি এস এলিগেন্ট প্রাইভেট লিমিটেডের এইচ আর হেড মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় জানিয়েছেন , তাদের কোম্পানিতে কিছু অভ্যন্তরীণ সমস্যা থাকার জন্য তারা সময় মত শ্রমিকদের বকেয়া টাকা না দিতে পারলেও , কিছুদিন আগেই দুই এবং তিন নম্বর ইউনিটের কাজ আবার শুরু হয়েছে। সেসময় শ্রমিকদের সম্পূর্ণ বকেয়া মিটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তাদের কাছে এক নম্বর ইউনিটের এত সংখ্যক শ্রমিক নেওয়ার কোন কারণই নেই । দিনের পর দিন যদি এই বিক্ষোভ চলতে থাকে তাহলে তাদের অনেক ক্ষতি হয়ে যাবে।
এদিকে কারখানায় শ্রমিকদের পুনর্বহালের দাবিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। দুর্গাপুরের আইএনটিটিইউসি নেতা বিষ্ণু পাল জানিয়েছেন , তাদের নেতারা জানিয়ে দিয়েছেন যদি প্রয়োজন মনে করেন তাহলেই তারা কারখানায় এসে তাদের প্ল্যান সার্ভে করে দেখে যাবেন। তারা যদি মনে করেন প্ল্যানটি চালু রাখার কথা , তখন ১২৬ জন শ্রমিকের ভবিষ্যৎ নির্ধারণ করে তাদের কাজের দায়িত্ব নেবেন।
পশ্চিম বর্ধমানের সিপিএম জেলা কমিটির সদস্য পঙ্কজ সরকার জানিয়েছেন , কারখানার কাজ যত তাড়াতাড়ি সম্ভব শুরু হোক। বলপূর্বক কারখানার কাজ চালোনা না করে শ্রম দফতরের মীমাংসা এবং চুক্তি অনুযায়ী সমস্ত শ্রমিককেই যেন কাজে নেওয়া হয়। প্রত্যেকের যত বকেয়া টাকা আছে সেগুলো যেন সময়মতো মিটিয়ে দেওয়া হয়।
বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ দত্ত জানিয়েছেন , একেই পশ্চিমবঙ্গ এবং দুর্গাপুরের অবস্থা বিশেষ ভালো নয়। সেই পরিস্থিতিতে তৃণমূল এবং সিপিএমের শ্রমিক সংগঠন ক্রমাগত জঙ্গি আন্দোলন করে চলেছে। তিনি আরও জানিয়েছেন , তারা সর্বদা শ্রমিকদের পাশেই আছেন , তাই আন্দোলন বা বিক্ষোভ না দেখিয়ে শ্রমিক এবং মালিক একে অপরের সঙ্গে সুষ্ঠু বোঝাপড়ার মাধ্যমে কাজ চালানো উচিত।
জেনে নিন ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পেতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
শেষবার ১৯৭৮ সালের ব্যাঙ্কক এশিয়ান গেমসে লংজাম্প থেকে পদক এসেছিল ভারতে
বাংলার সব থেকে বড়ো জঞ্জালের নাম তৃণমূল , ভোটের আগে বিজেপি সেই জঞ্জাল পরিষ্কার করবে , স্মৃতি ইরানিকে পাশে নিয়ে দাবি সুকান্তর
গুরুদ্বার গুরু গ্রন্থ সাহিব শিখ সভা থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে
১৯৮৬ সালের ২০২৩ সালে এশিয়ান গেমস থেকে পদক এল ভারতের ঝুলিতে
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিনে
ইউনিয়ন থেকে টাকা নেওয়া হয়েছে লোগো দেওয়ার জন্য , তাহলে কেন টোটো বন্ধ হবে , প্রশ্ন চালকদের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ইংরাজি ইতিহাস
প্রাইমারী TET প্রস্তুতিতে আজ ইংরাজি গণিত পরিবেশবিদ্যা বাংলা child psychology
গত ২৩ সেপ্টেম্বর মা হয়েছেন স্বরা ভাস্কর
আজ যদি আমাদের পাকা বাড়ি থাকতো , তবে দুধের শিশু গুলিকে এভাবে মরতে হতো? বুকফাটা আর্তনাদ পরিবারের
এই নিয়ে চলতি এশিয়ান গেমস থেকে ভারতের ঝুলিতে ১৩তম সোনা এসে গেল
১৯তম এশিয়ান গেমসে জয়জয়কার ভারতীয়দের