ত্রিপুরা যাত্রায় অভিষেকের গাড়িতে হামলা করায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পূর্ব বর্ধমানের দলীয় কর্মীদের

আগস্ট ০২, ২০২১ রাত ১০:১৮ IST
61081c133478a_Screenshot_2021-08-02-19-40-31-58

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান - ত্রিপুরায় পৌঁছানোর আগেই সর্বভারতীয় তৃনমূল কংগ্ৰেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের গাড়ির উপর হামলা করেছিলো  বিজেপি কর্মীরা। তার জেরেই এদিন সোমবার সকালে রাস্তা অবরোধ করে টায়ার পুরিয়ে বিক্ষোভ করে পূর্ব বর্ধমানের তৃনমূল সমর্থকরা।

তৃনমূল সম্পাদকের উপর এমন হামলা মেনে নিতে পারেননি দলীয় সদস্যরা। তাই টাউন তৃনমূল যুব কংগ্ৰেসের পক্ষথেকে শহরের বিসিরোড থেকে শহরের প্রাণকেন্দ্র কার্জনগেট চত্বরে রাস্তা অবরোধ করে ৫মিনিট ধরে। অপরদিকে আলিপুরদুয়ারেও টায়ার পুড়িয়ে দলীয় নেতার অপমানের বিরুদ্ধে বিক্ষোভ করেন দলীয় সদস্যরা। এরপরই স্থানীয় পুলিশ বাহিনী এসে সামলায় সেই বিক্ষোভ।

প্রসঙ্গত, এদিন সোমবার সকাল ১০টায় কলকাতা থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হন অভিষেক বন্দোপাধ্যায়ের। এরপরই আগরতলা পৌঁছে ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার কথা ছিলো তার। তবে ত্রিপুরা পৌঁছানোর আগেই উদয়পুর মাতাবাড়ি এলাকায় পৌঁছানো মাত্রই 'গো ব্যাক' স্লোগানে সহ কালো পতাকা দেখায় বিজেপি সমর্থকরা। তবে এতেই খান্ত হননি তারা। এরপরই বাঁশ দিয়ে তৃনমূল সভাপতির গাড়িতে হামলা করে বিরোধী দলের কর্মীরা।

এমন ঘটনা দেখেই শাসক দলের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে দেরি করেননি অভিষেক। সমস্ত ঘটনার ভিডিও ফুটেজ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, 'বিজেপি শাসিত ত্রিপুরার অবস্থা দেখুন। খুব ভালো বিপ্লব দেবকে রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অভিনন্দন। এর বিচার ত্রিপুরার মানুষরাই করবে।‌ তবে দিন দুয়েক আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন অতিথি দেব ভব। এখানে এসে অতিথি দেব ভবর নিদারুণ উদাহরণ দেখলাম'।এছাড়াও অভিষেক আরও বলেন, বিজেপি নেতারা বাংলায় এসে গণতন্ত্র নিয়ে গলা ফাটান। এখানে এসে বোঝা যাচ্ছে ত্রিপুরার বিজেপি সরকার আসলে গণতন্ত্র বলতে কি বোঝে।

অপর দিকে বিরোধী দলের হামলা উপেক্ষা করে আগরতলা এসে পৌঁছালে পড়ুয়াদের অবরোধের মুখে পড়েন অভিষেক। পড়ুয়াদের বিক্ষোভের কারণ জানতে চাইলে তারা বলেন, পূর্ব গকুলনগর হাই স্কুলের প্রধান শিক্ষকের বদলির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে পড়ুয়ারা। এরপরই পড়ুয়াদের সকল অভিযোগ শুনে তাদের সাহায্য করার আশ্বাস দেন অভিষেক বন্দোপাধ্যায়ের।

ভিডিয়ো

Kitchen accessories online