ত্রিপুরা যাত্রায় অভিষেকের গাড়িতে হামলা করায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পূর্ব বর্ধমানের দলীয় কর্মীদের

আগস্ট ০২, ২০২১ রাত ১০:১৮ IST
61081c133478a_Screenshot_2021-08-02-19-40-31-58

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান - ত্রিপুরায় পৌঁছানোর আগেই সর্বভারতীয় তৃনমূল কংগ্ৰেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের গাড়ির উপর হামলা করেছিলো  বিজেপি কর্মীরা। তার জেরেই এদিন সোমবার সকালে রাস্তা অবরোধ করে টায়ার পুরিয়ে বিক্ষোভ করে পূর্ব বর্ধমানের তৃনমূল সমর্থকরা।

তৃনমূল সম্পাদকের উপর এমন হামলা মেনে নিতে পারেননি দলীয় সদস্যরা। তাই টাউন তৃনমূল যুব কংগ্ৰেসের পক্ষথেকে শহরের বিসিরোড থেকে শহরের প্রাণকেন্দ্র কার্জনগেট চত্বরে রাস্তা অবরোধ করে ৫মিনিট ধরে। অপরদিকে আলিপুরদুয়ারেও টায়ার পুড়িয়ে দলীয় নেতার অপমানের বিরুদ্ধে বিক্ষোভ করেন দলীয় সদস্যরা। এরপরই স্থানীয় পুলিশ বাহিনী এসে সামলায় সেই বিক্ষোভ।

প্রসঙ্গত, এদিন সোমবার সকাল ১০টায় কলকাতা থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হন অভিষেক বন্দোপাধ্যায়ের। এরপরই আগরতলা পৌঁছে ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার কথা ছিলো তার। তবে ত্রিপুরা পৌঁছানোর আগেই উদয়পুর মাতাবাড়ি এলাকায় পৌঁছানো মাত্রই 'গো ব্যাক' স্লোগানে সহ কালো পতাকা দেখায় বিজেপি সমর্থকরা। তবে এতেই খান্ত হননি তারা। এরপরই বাঁশ দিয়ে তৃনমূল সভাপতির গাড়িতে হামলা করে বিরোধী দলের কর্মীরা।

এমন ঘটনা দেখেই শাসক দলের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে দেরি করেননি অভিষেক। সমস্ত ঘটনার ভিডিও ফুটেজ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, 'বিজেপি শাসিত ত্রিপুরার অবস্থা দেখুন। খুব ভালো বিপ্লব দেবকে রাজ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য অভিনন্দন। এর বিচার ত্রিপুরার মানুষরাই করবে।‌ তবে দিন দুয়েক আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন অতিথি দেব ভব। এখানে এসে অতিথি দেব ভবর নিদারুণ উদাহরণ দেখলাম'।এছাড়াও অভিষেক আরও বলেন, বিজেপি নেতারা বাংলায় এসে গণতন্ত্র নিয়ে গলা ফাটান। এখানে এসে বোঝা যাচ্ছে ত্রিপুরার বিজেপি সরকার আসলে গণতন্ত্র বলতে কি বোঝে।

অপর দিকে বিরোধী দলের হামলা উপেক্ষা করে আগরতলা এসে পৌঁছালে পড়ুয়াদের অবরোধের মুখে পড়েন অভিষেক। পড়ুয়াদের বিক্ষোভের কারণ জানতে চাইলে তারা বলেন, পূর্ব গকুলনগর হাই স্কুলের প্রধান শিক্ষকের বদলির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে পড়ুয়ারা। এরপরই পড়ুয়াদের সকল অভিযোগ শুনে তাদের সাহায্য করার আশ্বাস দেন অভিষেক বন্দোপাধ্যায়ের।

আরও পড়ুন

কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর, চার শতাংশ বাড়ল ডিএ
মার্চ ২৪, ২০২৩

এই সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারের ১ কোটির বেশি কর্মী ও পেনশনভোগীরা

হলো না নতুন নাম ঘোষণা , জেলবন্দি কেষ্টকেই বীরভূম জেলা সভাপতি পদে বহাল রাখলেন মমতা
মার্চ ২৪, ২০২৩

অনুব্রতর অনুপস্থিতিতে জেলার দেখভাল করবেন ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী

রমরমিয়ে চলছে নকল মোবিলের ব্যবসা , চাকদহে গ্রেফতার ১
মার্চ ২৪, ২০২৩

ধৃতের বাড়ি থেকে বাজেয়াপ্ত ৫ ব্যারেল নকল মোবিল, লেবেল সহ সরঞ্জাম

আজকের রুপোর দাম ২৪শে মার্চ শুক্রবার ২০২৩
মার্চ ২৪, ২০২৩

ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী

আজকের সোনার দাম ২৪শে মার্চ শুক্রবার ২০২৩
মার্চ ২৪, ২০২৩

ফের সোনার দাম ঊর্ধ্বমুখী     

প্রকাশ্যে এলো মেনু কার্ড , নতুন বর নিয়ে মুখ খুললেন সুজাতা
মার্চ ২৪, ২০২৩

সৌমিত্র অতীত , নতুন করে বিয়ের পিঁড়িতে বসার জল্পনা তুললেন সুজাতা

ভোটের মুখে জোর ধাক্কা শাসক শিবিরে , বীরভূমে দল ছাড়লেন ২ তৃণমূল অঞ্চল সভাপতি
মার্চ ২৪, ২০২৩

অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি

উইমেন্স প্রিমিয়ার লিগ, প্লে অফে মুম্বাইয়ের বিরুদ্ধে টস জিতল ইউপি
মার্চ ২৪, ২০২৩

আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ

ভারতীয় হাই কমিশনে তান্ডব খালিস্তানিদের, নড়চড়ে বসল কানাডা সরকার
মার্চ ২৪, ২০২৩

এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি

BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে চাকরির সুযোগ
মার্চ ২৪, ২০২৩

BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে 

আমার জানা সিপিএমের এক হাজার হোল টাইমারদের বাড়ির লোককে চাকরি দেওয়া হয়েছিল , দাবি শুভেন্দুর
মার্চ ২৪, ২০২৩

এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর

ইঞ্জিন ভ্যান উল্টে গুরুতর আহত স্কুল শিক্ষিকা
মার্চ ২৪, ২০২৩

গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষিকা

দরজা ভেঙে সাবার করে দিচ্ছে বস্তা ভর্তি চাল , হাতির হানায় কাঁপছে এলাকাবাসী
মার্চ ২৪, ২০২৩

শুধু ঘর না , কখনো কখনো মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তোলাও তুলছে হাতি

প্রবল ঝড় বৃষ্টির দাপট , ভেঙে পরলো গৃহস্থের বাড়ি
মার্চ ২৪, ২০২৩

কোনক্রমে প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা

একটু অপেক্ষা করুন , আমরা প্রায় পৌঁছে গিয়েছি , দুর্নীতি কান্ডে আদালতে দাবি ইডির আইনজীবীর
মার্চ ২৪, ২০২৩

আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর

ভিডিয়ো