নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - কল আছে, তবে তা যেন শো-পিস। দিনের পর দিন পানীয় জলের সমস্যায় নাজেহাল শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এরই বিরুদ্ধে সোচ্চার হয়ে অভিনব বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মকর্তারা।আজ কলের সামনে দেখা গেল এক পুরোহিত মশাই মন্ত্র পড়ছেন, হাত জোড় করে পাশে বসে রয়েছেন সকলে।সাতসকালে পাড়ায় হলো শ্রাদ্ধানুষ্ঠান।কিন্তু কোনো মানুষের নয়, শ্রাদ্ধ হয়েছে টাইম কলের। এই দৃশ্য দেখে বাসিন্দারা থতমত খেয়ে গেলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে , সোমবার সকালে ১৫ নম্বর ওয়ার্ডে টাইম কলের শ্রাদ্ধের আয়োজন করেছিলেন বিজেপি নেতারা।নেতাদের দাবি, শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডে টাইম কলটির মৃত্যু অনেক আগেই হয়েছে৷ কারণ এক বছর ধরে কলটি দিয়ে পানীয় জল আসেনা। বাসিন্দাদের অন্যত্র গিয়ে পানীয় জল আনতে হচ্ছে৷ শ্রাদ্ধ করতে আসা পুরোহিত মশাইও অবাক৷ কারণ তিনিও যে জীবনে প্রথম এমন টাইম কলের শ্রাদ্ধ করলেন।
এই বিষয়ে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজু সাহা বলেন, ১৫ নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে৷টাইম কলটিতে অনেকদিন ধরে জল আসে না৷ ডেপুটি মেয়রের দৃষ্টি আকর্ষণের জন্য এমন প্রতিবাদ করতে হচ্ছে।আগামীতে পানীয় জলের সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনে নামা হবে৷
এদিকে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, ওই স্ট্যান্ড পোস্টটিতে জল আসছে না হয়তো কিছু সমস্যা রয়েছে৷সেটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে। এর জন্য জায়গা খোঁজা হচ্ছে৷তবে শহরের জলের সমস্যা শীঘ্রই মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
আগামী ৫ বছরের জন্য তুরস্কের দায়িত্ব থাকল এরদোয়ানের হাতেই
সব নাটক , অভিষেককে নেতা বানানোর জন্য এসব চলছে , কটাক্ষ দিলীপের
দেখে নিন ভারত-অস্ট্রেলিয়ার সম্পূর্ণ স্কোয়াড
ম্যাচের শেষে ফলাফল ২১-১৯, ১৩-২১, ২১-১৮
সোমবার সকাল থেকে আহমেদাবাদে বৃষ্টি হচ্ছে
এই নিয়ে অভিষেকের কনভয়ে হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো ৯
ধৃত ২ তৃণমূল কর্মী অঞ্চল সভাপতি কাজল শেখের অনুগামী , গোটা গ্রামে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
এক নজরে দেখে নিন আজকের ট্রাফিক আপডেট
তিনি ইন্টারনেট উদ্যোক্তা এবং ভারতের প্রথম মহিলা যিনি ইউনিকর্ন ক্লাবে প্রবেশ করতে পেরেছেন
ফাইনালে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স
১২.০৬ মিনিটে যদি ম্যাচ শুরু হয় তাহলে ৫ ওভার খেলা হবে
জেনে নিন দৃষ্টিশক্তি বাড়াতে কোন কোন যোগাসন করবেন
অভিযুক্ত শ্রমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে কারখানা কর্তৃপক্ষ
জমিতে ভালো ফসল ফলানোর আশায় জেলা জুড়ে পালন করা হলো রোহিণী উৎসব
কোমরভাঙা যুবকের জন্য হুইলচেয়ার , খাদ্যসামগ্রী সহ অর্থ সাহায্য নবদৃষ্টি স্বেচ্ছাসেবী সংগঠন, মানবিক স্বেচ্ছাসেবী সংগঠনের