নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - কল আছে, তবে তা যেন শো-পিস। দিনের পর দিন পানীয় জলের সমস্যায় নাজেহাল শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। এরই বিরুদ্ধে সোচ্চার হয়ে অভিনব বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মকর্তারা।আজ কলের সামনে দেখা গেল এক পুরোহিত মশাই মন্ত্র পড়ছেন, হাত জোড় করে পাশে বসে রয়েছেন সকলে।সাতসকালে পাড়ায় হলো শ্রাদ্ধানুষ্ঠান।কিন্তু কোনো মানুষের নয়, শ্রাদ্ধ হয়েছে টাইম কলের। এই দৃশ্য দেখে বাসিন্দারা থতমত খেয়ে গেলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে , সোমবার সকালে ১৫ নম্বর ওয়ার্ডে টাইম কলের শ্রাদ্ধের আয়োজন করেছিলেন বিজেপি নেতারা।নেতাদের দাবি, শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডে টাইম কলটির মৃত্যু অনেক আগেই হয়েছে৷ কারণ এক বছর ধরে কলটি দিয়ে পানীয় জল আসেনা। বাসিন্দাদের অন্যত্র গিয়ে পানীয় জল আনতে হচ্ছে৷ শ্রাদ্ধ করতে আসা পুরোহিত মশাইও অবাক৷ কারণ তিনিও যে জীবনে প্রথম এমন টাইম কলের শ্রাদ্ধ করলেন।
এই বিষয়ে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজু সাহা বলেন, ১৫ নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে৷টাইম কলটিতে অনেকদিন ধরে জল আসে না৷ ডেপুটি মেয়রের দৃষ্টি আকর্ষণের জন্য এমন প্রতিবাদ করতে হচ্ছে।আগামীতে পানীয় জলের সমস্যা না মিটলে বৃহত্তর আন্দোলনে নামা হবে৷
এদিকে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, ওই স্ট্যান্ড পোস্টটিতে জল আসছে না হয়তো কিছু সমস্যা রয়েছে৷সেটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে হবে। এর জন্য জায়গা খোঁজা হচ্ছে৷তবে শহরের জলের সমস্যা শীঘ্রই মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
বিশ্বজুড়ে কোণঠাসা হয়ে যাচ্ছে কানাডা
চতুর্থস্থানে শেষ করেন স্বপ্নিল কুশলে
এখনো চলছে আগুন নেভানোর কাজ , জলবহুল এলাকায় এমন পলিথিনের গুদাম থাকা কি উচিত , প্রশ্ন স্থানীয়দের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
ভারত – ৩
হংকং – ০
প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত
ANM & GNM প্রস্তুতিতে আজ সাধারণজ্ঞান
ম্যাচের শেষে ফলাফল ৪-৬, ৪-৬
আগামী ২রা ও ৩রা অক্টোবর দিল্লির প্রতিবাদ কর্মসূচিতে আমি যোগ দেব , পারলে আমাকে আটকে দেখাক , কেন্দ্রকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের
১৯তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত
আজ ফের দুপুর দেড়টা নাগাদ অটোরিকশা মিছিল করবেন আদিবাসী সম্প্রদায়রা , নতুন করে ফের যানজটের সম্ভাবনা শহরে
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
বিজেপির রাজ্য সভাপতি না আসা পর্যন্ত তালা বন্ধই থাকবে কার্যালয় , হুঁশিয়ারি কর্মীদের
বান্ধবী ভেবে অভিযুক্ত মহিলাকে বিশ্বাস করে লক্ষ লক্ষ টাকা ধার দিয়েছিলেন অন্য সেনা কর্মীরা স্ত্রীরা