লক্ষ্য গ্রীন পুরুলিয়া , পৌরসভার উদ্যোগে নেওয়া হল বৃক্ষরোপণ কর্মসূচি

জুন ১২, ২০২২ রাত ০৯:৩৬ IST
62a5f2aa62a37_IMG-20220612-WA0013

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - পৌরসভা ও সুদার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হলো আজ রবিবার পুরুলিয়া শহরের শিকারা পয়েন্টে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া পৌরসভার পৌরপ্রধান নবেন্দু মহালি, কাউন্সিলর ইন্দ্রানী দে ও পৌরসভার আধিকারিকরা।

বিজ্ঞাপন

পৌর প্রধান জানিয়েছেন , '৫ জুন থেকে পৌরসভার উদ্যোগে যে কর্মসূচি গুলি নেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। আজ ২৫ টি গাছ লাগানো হচ্ছে শিকারা পয়েন্ট থেকে কৃষি ভবন পর্যন্ত সাহেব বাঁধ চত্ত্বরে'।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন , 'আগামী দিনে পৌরসভা এলাকায় আরও গাছ লাগানো হবে। আমাদের উদ্দেশ্য হল গ্রীন পুরুলিয়া করা'।

ভিডিয়ো

Kitchen accessories online