পুরুলিয়ার জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পরলো চিতাবাঘ, উচ্ছ্বসিত বন দফতর

এপ্রিল ২৮, ২০২২ বিকাল ০৬:৩৬ IST
626a8f0d0f9c2_IMG_20220428_182219

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া - কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় ধরা পরলো চিতাবাঘ। গত ২০ শে এপ্রিল সিমনি বিটের জঙ্গলে একটি গবাদি পশু শিকারের খবর আসে বনদফতরের কাছে। ঘটনাটির পর তিনটি ট্র্যাপ ক্যামেরা শিকার স্থলে লাগানো হলে একটি চিতা বাঘের ছবি সামনে আসে যা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ২২ শে ফেব্রুয়ারি রাত ৯.৫১ মিনিটে ওই জঙ্গলের ট্র্যাপ ক্যামেরায় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘকে দেখা গিয়েছিল। আবারও ২২ শে এপ্রিল রাত ৭.২০ মিনিট নাগাদ ক্যামেরায় ধরা পরে একটি চিতাবাঘের ছবি। সেই ছবি ইতিমধ্যেই পুরুলিয়া বনবিভাগের তরফে পাঠিয়ে দেওয়া হয়েছে অরন্য ভবনে।

ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার দেবাশীষ ব্যানার্জি জানান, ওই ছবি দুটি একই বাঘের না দুটি আলাদা বাঘের তা এখনো বোঝা যায়নি। ছবিতে একটি পুরুষ বাঘ দেখা গিয়েছে এবং সিমনি বিট জঙ্গল লাগোয়া এলাকায় বনদফতরের তরফ থেকে সচেতনামূলক প্রচার জারি রাখা হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, সিমনির জঙ্গল বেঙ্গল ও ঝাড়খণ্ডের মধ্যে একটি টানা গভীর জঙ্গল তাই চিতাবাঘটিকে ধরার কোনো পরিকল্পনা এখনো করা হয়নি।

ভিডিয়ো

Kitchen accessories online