নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া - স্বাস্থ্যই সম্পদ। তাই বৃহস্পতিবার ৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে পুরুলিয়ার নিতুরিয়ার পঞ্চকোট মহাবিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষুপরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন শিক্ষাকর্মীরা গতকালের এই শিবিরে অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার মোট ৭৫ জন বিনামূল্যে চক্ষুপরীক্ষা করান বলে কলেজ সূত্রে জানা গিয়েছে। পঞ্চকোট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সপ্তর্ষী চক্রবর্তী বলেন, 'কলেজের ৪ কোম্পানী ৫১ বেঙ্গল ব্যাটিলিয়ান এনসিসি ইউনিটের উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা শিবির ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রত্যেক বছর ৭ই এপ্রিল দিনটিতে WHO ( World Health Organization )-এর প্রতিষ্ঠা দিবসকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে সারা পৃথিবীতে পালন করা হয়'।
তিনি আরও বলেন, 'এই দিনে আমরা মানুষকে এই বলে সচেতন করছি যে, স্বাস্থ্যই সম্পদ। করোনাকালে মানুষ কিভাবে অসহায় হয়ে পড়েছিল তা আমরা দেখেছি। তাই তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা বা বিভিন্ন রোগকে কিভাবে মানুষ প্রতিরোধ করে সুস্থভাবে জীবন-যাপন করবে সে বিষয়ে একটি স্বাস্থ্য বিষয়ক আলোচনা শিবির অনুষ্ঠিত হয়েছে'।
শুক্রবার আসানসোল সুধা হেলথ কেয়ার থেকে ডঃ সত্রজিৎ রায় আলোচনা সভায় বিভিন্ন রোগের লক্ষণ, তার প্রতিকার সহ কিভাবে জীবন-যাপন করতে হবে এইসব বিষয়ে আলোচনা করেন। সুগার, ডায়াবেটিস, হাইপ্রেসার সহ বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করেন। এসেছিলেন বিভারানী আই সেন্টার থেকে অপ্টোমিষ্ট এস বি চক্রবর্তী।
এছাড়াও গতকালের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চকোট মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সপ্তর্ষী চক্রবর্তী, সুব্রত চ্যাটার্জী সহ কলেজের বিভিন্ন শিক্ষাকর্মী সহ কলেজের এনসিসির ক্যাডাররা। তাছাড়াও এনসিসির ৫১ বেঙ্গল ব্যাটেলিয়ানের আ্যডাম অফিসার এম উপাধ্যায় পুরুলিয়া থেকে উপস্থিত হয়েছিলেন আলোচনাসভায়।
অনূর্ধ্ব ২০ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়েছে দক্ষিণ কোরিয়ার ইচিয়নে
১৪ মাস আগেও ওই সেতুটি ভেঙে পড়েছিল
বিরোধী দলগুলি রেলমন্ত্রীর পদত্যাগের জন্য দাবি জানিয়েছে
আগামী ৭ই জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল
কয়েক মাস পরেই হবে পাকিস্তানের সাধারণ নির্বাচন
নন্দীগ্রামে আহতদের বাড়ি বাড়ি মিষ্টি , ফল , হরলিক্স সহ অর্থ সাহায্য পাঠালেন শুভেন্দু
আমেরিকা সফরে রয়েছেন রাহুল গান্ধী
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
এত মানুষের মৃত্যুর পর তো ক্ষমা চাইতে পারতেন , তোপ মমতার
গ্রেফতারের সময় অভিযুক্তদের থেকে উদ্ধার ১ কেজি ব্রাউন সুগার সহ প্রায় ৮ লক্ষ টাকা
সিলেট সিটি করপোরেশনের নির্মাণাধীন ভবনে এক সেনাসদস্যের মৃত্যু হয়
আমি রেলমন্ত্রী থাকাকালীন নিহতের পরিবারের একজনকে চাকরি দিতাম , নবান্ন থেকে দাবি মুখ্যমন্ত্রীর
রিয়ালের স্বর্ণযুগের অন্যতম প্রধান কান্ডারি ছিলেন বেঞ্জেমা
চোখ বন্ধ করলেই করমন্ডল এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনার ছবি ভেসে উঠছে
শুকবার সন্ধ্যা যেন দেশবাসীর কাছে একটা অভিশাপ