নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - বিশাল বড় বড় দুই আপেল গাছে ঝুলে রয়েছে রসালো আপেল। এমন চিত্র অত্যন্ত স্বাভাবিক কাশ্মীরে , তবে পুরুলিয়ার মাটিতে নয়। কিন্তু পুরুলিয়ার রুক্ষ মাটি আর তপ্ত আবহাওয়ায় এমন দৃশ্য কল্পনারও অতীত। অথচ একে সত্যি করে দেখিয়েছেন পুরুলিয়ারই কৃষক সর্বেশ্বর কুইরি। নিজের চেষ্টাতেই দুটি গাছে দেখার মতন ফলন করেছেন তিনি।
সর্বেশ্বর বলেন তার ছেলে কাশ্মীরে গিয়ে আপেল বাগান দেখে মোহিত হয়ে যায়। এরপর আপেল গাছ লাগানোর জন্য নিজের ইচ্ছের কথা জানায় সে। সেই মতো বছর তিনেক আগে আপেলের দুটি চারা লাগান তারা। এজন্য ফসফেট, গোবর এবং অনন্য সর দিয়ে প্রথমে মাটি তৈরি করেন। গাছ লাগানোর পর তাতে নিয়মিত জল দেওয়া হয়। প্রচন্ড যত্নে অল্প সময়ের মধ্যেই বেড়ে ওঠে গাছ দুটি। গত বছরই আপেলের ফলন হয়। প্রায় পনেরো কেজি আপেল পান তিনি।
সর্বেশ্বর কুইরি আরও বলেন , এই আপেল যথেষ্ট সুস্বাদু। ইতিমধ্যেই আপেল গাছ দুটি দেখার জন্য বিপুল আগ্রহ সৃষ্টি হয়েছে এলাকায়। বহু মানুষ এই আপেল গাছ দেখা জন্য আসছেন। অনেকেই চাষ করার জন্যও আগ্রহ দেখাচ্ছেন।
বাঘমুন্ডির বিডিও দেবরাজ ঘোষ নিজেও গিয়ে দেখে এসেছেন এই আপেল। তিনি বলেছেন , পুরুলিয়ার মাটিতে আপেল হচ্ছে এটা অভিনব। এই চাষ বাণিজ্যিক ভাবে সফল হতে পারে কিনা খতিয়ে দেখার কথাও বলেন তিনি। তবে জেলার কৃষি দফতরের মতে এই গরম এলাকায় আপেল চাষ বাণিজ্যিক ভাবে সফল হবার সম্ভাবনা নিতান্তই কম।
তাদের এই রুপোলী মুহূর্তে গর্বিত ১৪০ কোটি ভারতবাসী
সব মিলিয়ে এখনও পর্যন্ত ৭ টি সোনা এসেছে ভারতে
রাজভবনের পক্ষ থেকে এই পুরস্কারের নাম রাখা হয়েছে দুর্গাভারত সম্মান
হলুদ,চিনি,লেবু দিয়েই উজ্জ্বল করে তুলতে পারেন ঠোঁট
দেখে নিন কিভাবে বাঁশকে সুন্দর কারুকার্য করে ঘর সাজানোর কাজে ব্যবহার করবেন
শুধু বিয়ে নয় , হানিমুনেও আপনার যথেষ্ট টাকা বাঁচবে এই পদ্ধতিতে
ব্রেকফাস্টেও চাইলে বানিয়ে নিতে পারেন এই তালের ক্রেপস
এই পদ্ধতিতে মাত্র কয়েক দিনের মধ্যেই দূর হবে খুশকির সমস্যা
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক