নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া - মাস ঘুরতেই ফের নতুন করে উত্তপ্ত নিতুরিয়ায় শ্রী সিমেন্ট কারখান। তবে এবার মারাত্মক অভিযোগ উঠল খোদ আন্দোলন কারীদের বিরুদ্ধে। কারখানার ভিতরে ঢুকে দুই শ্রমিককে মারধরের অভিযোগ উঠলো জমিদাতাদের বিরুদ্ধে। এমনকি রাস্তা আটকে আন্দোলনের জোরে ব্যাহত হচ্ছে যান চলাচলও।
স্থানীয় সূত্রে জানা গেছে , এদিন চাকরির দাবিতে কারখানার মূল গেট আটকে বিক্ষোভ শুরু করে জমিদাতারা। অভিযোগ , এরপরেই কারখানার ভিতরে ঢুকে দুই শ্রমিককে মারধর করে করে তারা। বর্তমানে তারা হারমাড্ডি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। আহত শ্রমিকদের নাম গৌরব চক্রবর্তী ও দেবিদয়াল ব্যানার্জি। অভিযুক্ত বিক্ষোভকারীর নাম মেঘনাথ মাইতি। এই অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল নিতুড়িয়া থানার পুলিশ।
প্রসঙ্গত , পুরুলিয়ার নিতুরিয়া ব্লকের দীঘা গ্রামের প্রায় ৮৫ একর জমিতে তৈরি হয়েছে শ্রী সিমেন্ট নামে একটি সিমেন্ট প্রস্তুতকারী কারখানা। একমাস হলো সিমেন্ট উৎপাদন শুরু হয়েছে। এদিন চাকরির দাবিতে শ্রী সিমেন্ট কারখানার মূল গেট আটক করে বিক্ষোভ দেখাতে থাকে জমিদাতারা। যার নেতৃত্ব দিয়েছেন দীঘা গ্রামেরই বাসিন্দা তথা পুরুলিয়া জেলা পরিষদের প্রাক্তন বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ নীতিশ রাউৎ।
বিক্ষোভকারীদের বক্তব্য , কর্মসংস্থান হবে বলে কারখানা গড়তে তাদের চাষযোগ্য জমি দিয়েছিল তারা। কারখানা কর্তৃপক্ষ সেসময় তাদের চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু চাকরি দেওয়ার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে জমিদাতাদের একাধিকবার বৈঠক হওয়ার পরও বেশ কিছু জমিদাতা এখনো চাকরি পায়নি।
এদিকে শ্রী সিমেন্ট কারখানার পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন হেড সুমন কল্যান রায় জানান , কারখানার উৎপাদন ব্যাহত করে দু'ঘণ্টা কারখানার মূল গেট অবরোধ করে স্থানীয়রা বিক্ষোভ দেখায়। এখানে স্থানীয় মানুষ প্রায়ই এসে বলে এ কারখানায় বাইরের লোক কাজ করছে। কারা বাইরের লোক সেটা তারা স্পষ্ট করে বোঝাতে পারে না। তাদের কাছে রঘুনাথপুর , সালঞ্চি , ঝাড়ু খামারের বাসিন্দারা হল বাইরের। আমরা তাদের কাছ থেকে জানতে চাই ,স্থানীয় তাহলে কারা? কোনও টেকনিক্যাল কোয়ালিফাইড লোক বাইরের হতেই পারে। আমরা স্থানীয়দের প্রচুর চাকরি দিয়েছি।
তিনি আরো জানান , এদিন বিক্ষোভ চলাকালীন কিছু মানুষ গেরিলা আক্রমণ করে কারখানার ভিতরে ঢুকে কারখানার প্যাকেজিং প্ল্যানটে গৌরব চক্রবর্তী ও দেবিদয়াল ব্যানার্জি নামে কারখানার দুই কর্মীকে রড দিয়ে মারধর করে। ওই দুষ্কৃতীদের নেতৃত্ব দেয় দীঘা গ্রামের মেঘনাথ মাইতি নামে এক ব্যক্তি। আমরা আহত দুজন শ্রমিককে স্থানীয় হারমাড্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাই। এই মারধরের ঘটনায় নিতুড়িয়া থানায় অভিযোগ দায়ের করবো।
এদিকে তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন , রঘুনাথপুরে শিল্প বান্ধব পরিবেশ তৈরি হয়েছে। অনেক শিল্পপতিরা এখানে আসছেন। এই অবস্থায় শিল্প বান্ধব পরিস্থিতিতে যদি কেউ ব্যাঘাত ঘটায় তাহলে দল ছেড়ে কথা বলবে না। নিতুরিয়ার শ্রী সিমেন্ট কারখানায় শুক্রবার গেট জাম করে উৎপাদন ব্যাহত করে বিক্ষোভ দেখানোর ঘটনায় যদি দলের কেউ থেকে থাকে তাহলে দল তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
তার সাফল্যে আনন্দে আত্মহারা ১৪০ কোটি ভারতবাসী
গায়ের রং, উচ্চতা ও ওজনের সঙ্গে মানানসই পোশাক পড়লে তবেই আপনাকে সকলের থেকে অনন্যা দেখতে লাগবে
পুজোর আগে নিজের ত্বকের যত্ন নিন এই ঘরোয়া উপায়ে
এই তিলের খাজা তৈরি হওয়ার পিছনেও আছে ব্রিটিশদের অবদান
দেখে নিন গোড়ালি ব্যথা কমানোর বিভিন্ন টিপস
দেখে নিন স্বল্প ব্যয়ে কিভাবে বানাবেন ফুল দিয়ে তৈরি এই ফ্রেম
চাঁদের সঙ্গে যড়যন্ত্র করে অপ্সরার মতো সুন্দরী অহল্যার সঙ্গে সহবাস , তারপরই চরম অভিশাপ নামে ইন্দ্রর কপালে
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
মণ্ডল সভাপতি নিয়োগ নিয়ে লড়াকু কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার , দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক অসীম সরকার
খোদ পুরসভার চেয়ারপার্সনকেই বেধড়ক মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে