নিজস্ব প্রতিনিধি, কলকাতা - দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুশির খবর। মা হলেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। আজ এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। বাবা হলেন সবস্যাচী চক্রবর্তীর ছেলে গৌরব। মা ও সন্তান ২ জনেই ভালো আছে বলে জানা গেছে। বহুদিন পর খুশির খবর এলো তাদের পরিবারে। খবরটি পেয়ে ইতি মধ্যেই উত্তেজিত ঋদ্ধিমা-গৌরবের অনুরাগীরা।
সেপ্টেম্বরেই যে চক্রবর্তী পরিবারে নতুন সদস্য আসবে সে কথা অনেক আগেই জানা গিয়েছিল। চলতি বছরের পয়লা বৈশাখেই ঋদ্ধিমা ঘোষণা করেছিলেন যে তিনি মা হতে চলেছেন। এরপর সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও পোস্টের মাধ্যমে ছোট ছোট মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন তারা। এক এক করে প্রেগন্যান্সি ফটোশুটও করতে শুরু করেন গৌরব ও ঋদ্ধিমা।
অন্তঃসত্ত্বা হওয়ার কারণে অভিনেত্রী বড়ো একটি প্রজেক্টের কাজ থেকেও সরে এসেছিলেন বলে জানা গেছে। তবে যায় হোক না কেনও। সন্তান আসার খুশি সব অশান্তি ভুলিয়ে দিয়েছে তাদের। বেশ কয়েক বছর বিবাহিত জীবন কাটানোর পর তাদের জীবনে এই খুদে সদস্য এল।
প্রসঙ্গত, গৌরবের ছোট ভাই অর্জুনের একটি কন্যা সন্তান আছে। এবার পরিবারে এল পুত্রসন্তান। স্বাভাবিকভাবেই ভীষণ খুশি গৌরব ও তার গোটা পরিবার। যদিও এখনও গৌরব বা ঋদ্ধিমা দুজনের কেউই সোশ্যাল মিডিয়ায় এই সুখবরটি শেয়ার না করলেও তাদেরকে আশীর্বাদ এবং আগামী জীবনের জন্য শুভ কামনা দিয়েছেন তাদের সমস্ত অনুগামীরা।
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর