নিজস্ব প্রতিনিধি , দিল্লি - সম্প্রতি ১৫ দিন আগের বিজেপির মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে ভারত সহ ১২ টির বেশি দেশের ইসলামধর্মী মানুষেরা বেজায় ক্ষুব্ধ। সৌদি আরব, ইরান, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতের মতো দেশের ইসলামধর্মী মানুষেরা তীব্র নিন্দা জানিয়েছেন। এই পরিস্থিতির মাঝেই সংযুক্ত আরব আমিরশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আগামী ২৬ থেকে ২৮ জুনের সফরে প্রথমে জার্মানিতে জি-৭-এর বৈঠকে আমন্ত্রিত রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর সেখান থেকে তিনি যাবেন আবু ধাবি। এই তথ্য প্রকাশ্যে আসতেই অনেকেরই ধারণা, ইসলামধর্মী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ফের ভালো হতে চলেছে।
বিদেশমন্ত্রক সূত্রে খবর , ২৮শে জুন আবু ধাবি পোঁছবেন মোদি। কিছুদিন আগেই মারা গিয়েছেন আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান। নতুন রাজা হন প্রয়াত শাসকের সৎভাই শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তাঁর কাছেই প্রয়াত শাসকের মৃত্যুতে ব্যক্তিগত ভাবে শোকপ্রকাশ করতেই এই সফর প্রধানমন্ত্রীর। পাশাপাশি আবু ধাবির বর্তমান প্রেসিডেন্ট শাসক শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে অভিনন্দন জানাবেন তিনি।
উল্লেখ্য , মহানবী হজরত মোহাম্মদ (স.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। এর জেরে তাকে গত ৫ই জুন দল থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিজেপি। বরখাস্ত হওয়ার পরেই এক বিবৃতি দিয়ে নূপুর শর্মা লিখেছেন, তিনি 'নিঃশর্তভাবে' তার মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছেন। কিন্তু তিনি ওই মন্তব্য করার পেছনে যে যুক্তি দিয়েছেন, তা অনেকেই মেনে নিতে পারছেন না।
মাঝ রাস্তায় দাঁড় করিয়ে জওয়ানকে গুলি করে খুন
'উনি যে অর্পিতার বাড়িতে যেতেন, সেটা টালিগঞ্জের লোক বলছে', সৌগতকে পাল্টা তোপ দিলীপের
বাবা লোকনাথের মাথায় জল ঢালতে কচুয়া ধামে সাংসদ নুসরত জাহান
পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় দ্বারস্থ হলেন বিধায়িকা
মিনি ট্রাকে করে নানুর থেকে গরুগুলিকে নিয়ে আসা হচ্ছিল
'নতুন জীবন শুরু হচ্ছে' - সোশ্যাল মিডিয়ায় পোস্ট চাহালের
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা
শাহনওয়াজ হোসেনের পিটিশন খারিজ করলো দিল্লি হাইকোর্ট
শহীদ ২২ জওয়ানের পরিবারদের ৭ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য
সাক্ষাতের পর মমতার উচ্চ প্রশংসা স্বামীর
বৃহষ্পতিবার দুই দলের তরফেই এই ব্যাপারে নিশ্চিত করা হয়
মুম্বাই সিটি এফসি - ৪
ভারতীয় নৌবাহিনী - ১
জঙ্গি হানার আশঙ্কায় জারি হাই অ্যালার্ট
হিংসার পথে কোনও উন্নয়ন সম্ভব নয় , আত্মসমর্পণ করে বার্তা কেএলও জঙ্গির
১৫ নয় , ১৮ই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল নদীয়া জেলা , স্বীকৃতি চেয়ে জেলা প্রশাসনের দারস্থ নেতাজি ব্রিগেড