নিজস্ব প্রতিনিধি , প্যারিস - রোজগারের ব্যাস্ততাময় জীবনে বিশেষত বড় বড় শহরতলি গুলোতে প্রয়োজনে যেকোনো জায়গায় যাতায়াত করতে গেলেই প্রত্যেককে নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশিক্ষণ সময়ে ধরেই যানজটে ফেলে থাকতে হয় , তার ওপরে আবার গাড়িগুলোর অনবরত হর্নের আওয়াজ অচিরেই যেনো মানুষের মনে হয় যদি তাদের ডানা থাকতো বা তারা উড়ে উড়ে যেতে পরতেন তাহলে কতই না ভালো হত l কিন্তু এতদিন যেটা নিতান্তই সকলের কাছে এক অলীক কল্পনা ছিল তা আজ বাস্তবের রূপ নিয়েছে l ২০২৪ সাল থেকে বাস , ট্যাক্সি জাতীয় সহজলভ্য পাবলিক ট্রান্সপোর্টের মতই উড়ন্ত ট্যাক্সি কিংবা ড্রোন ট্যাক্সি আসতে চলেছে l
যানজট এড়াতে কখনো না কখনো প্রত্যেকেই মাথায় পাখি হওয়ার স্বপ্ন জানলেও মানবাধিকার সভ্যতায় তা অসম্ভব l কিন্তু প্রযুক্তিগত দিক দিয়ে মানুষের ডানা না গজালেও সকলের সুবিধার্থে আসতে চলেছে ড্রোন ট্যাক্সি l মূলত জার্মানির একটি বেসরকারি সংস্থা ‘ভোলোকপ্টারের ’ তরফে ২০২৪ সাল থেকে এটি সম্পূর্ণরূপে বাজারে আসতে চলেছে। একটা বড় মাপের ড্রোন যা অতি সহজেই আকাশপথে যাত্রীদের মুহূর্তের মধ্যেই তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারবে l
গত বৃহস্পতিবার এই ড্রোন ট্যাক্সিটিকে ফ্রান্সের প্যারিস শহরের বাইরে একেবারে প্রথমবারের মত পরীক্ষা করা হয়। যা প্রথমে শহরের বাইরে থাকা একটি মাঠ থেকে উড়ান ভরিয়ে সমগ্র এলাকাটির একচক্কর পরিক্রমা করিয়ে পুনরায় আবার সেই নির্দিষ্ট জায়গাতেই নামানো হয়। ড্রোন ট্যাক্সিটির এই পরীক্ষামূলক অভিযানটি একেবারে সফল ছিল।
এপ্রসঙ্গে ভোলোকপ্টার সংস্থার সিইও ডার্ক হোক জানিয়েছেন, প্রতিবছর ফ্রান্সে গ্রীষ্মকালীন যে অলিম্পিক অনুষ্ঠিত হয় , সেখানে প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতেই মূলত তারা এই পরিসেবাটির শুভ উদ্বোধন করতে চাইছেন। যাতে বেশি সংখ্যক মানুষ এই বিষয়ে অবগত হয়।
তিনি আরও জানিয়েছেন , অলিম্পিক শুরু হতে এখনো আঠারো মাসে সময়ে আছে । এই সময়ের মধ্যেই তারা এটির শংসাপত্র জোগাড় সহ পরিকাঠামো গত দিক দিয়ে অনেক ধরনের পরিবর্তন করবেন। পরিসেবায় আরও উন্নত ও যাত্রীসুলভ করেন তুলতে পারবেন।
কি ভাবে চলবে এই পরিসেবা , সে সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে , ট্যাক্সিটির পরীক্ষামূলক অভিযানটি এখন করানো হলেও ২০২৪ সালেই কমার্সিয়াল ভাবে এই ড্রোন ট্যাক্সিটির পরিসেবা চালু করা হবে। এটি একটি টু টায়ার ট্যাক্সি যাতে এরোপ্লেন অথবা হেলিকপ্টারের মত কোনো রকমই ঝক্কি সহ্য করতে হবে না l এটি সম্পূর্ণ ভাবে অটোমেটিক ও এটির ল্যান্ডিংয়ের জন্য অতি অল্প জায়গায় প্রয়োজন। ডিজিটাল ফ্লাই বাই ওয়ার সিস্টেম দ্বারা গঠিত হওয়ার কারণে এটি নির্দিষ্ট জায়গা থেকে উড়ান শুরু করে নির্দিষ্ট গন্তব্যেই নিয়ে যাবে। এই ড্রোন ট্যাক্সিটির প্রস্তুতকারী সংস্থাটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভবিষ্যতে ‘ভোলোসিটি’ নামেই এটির পরিসেবা শুরু করা হবে।
লখনউ সুপার জায়ান্টস – ১৯৩/৬ (২০)
দিল্লি ক্যাপিটালস – ১৪৩/৯ (২০)
এই বিশেষ দিনে ছোটো দের উৎসাহ, উদ্দীপনা ছিলো দেখার মতো
২৭ জন শিক্ষার্থীর উপস্থিতিতে দুপুর ২ টো থেকে রাত ৮ টা পর্যন্ত চলে এই কর্মশালা
AIIMS এ BECIL এর মাধ্যমে ডাটা এন্ট্রি অপারেটর / পেশেন্ট কেয়ার ম্যানেজার / পেশেন্ট কেয়ার কো-অরডিনেটর / রেডিওগ্রাফার / মেডিক্যাল ল্যাব টেকনোলজিস্ট পদে ১৫৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে
পুর মাতা-পিতার উপস্থিতিতে সম্পন্ন হল দুয়ারে ক্যাম্পের প্রথম দিন
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক
এটি এমন কোনও বড় বিষয় নয় , পাল্টা দাবি অভিযুক্ত ওসির
সেন্ট্রাল কোলফিল্ড লিমিটেড ৩৩০ জন মাইনিং শিরদার / ইলেক্ট্রিশিয়ান (নন এক্সিকিউটিভ) / ডেপুটি সার্ভেয়র / অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান (ইলেকট্রিক্যাল) নিয়োগ করছে
ওসির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের
পঞ্জাব কিংস – ১৯১/৫ (২০)
কলকাতা নাইট রাইডার্স – ১৪৬/৭ (১৬) (ডিএলএস পদ্ধতি)
স্থানীয়দের তীব্র প্রতিবাদ , পুলিশ ও বিডিওর হস্তক্ষেপে নতুন করে শুরু ক্যাম্পের কাজ
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে লখনউ-দিল্লির ম্যাচ
অয়নকে জেরা করে এখনও পর্যন্ত ১৫ জন প্রভাবশালীর নাম পাওয়া গেছে , আদালতে বিস্ফোরক দাবি ইডির আইনজীবীর
৩ বছর হলেই স্কুলে ভর্তি করা যাবে পড়ুয়াকে
জানলা ভেঙে এক এক করে যাত্রীদের বের করে আনলো পুলিশ