নিজস্ব প্রতিনিধি , প্যারিস - রোজগারের ব্যাস্ততাময় জীবনে বিশেষত বড় বড় শহরতলি গুলোতে প্রয়োজনে যেকোনো জায়গায় যাতায়াত করতে গেলেই প্রত্যেককে নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশিক্ষণ সময়ে ধরেই যানজটে ফেলে থাকতে হয় , তার ওপরে আবার গাড়িগুলোর অনবরত হর্নের আওয়াজ অচিরেই যেনো মানুষের মনে হয় যদি তাদের ডানা থাকতো বা তারা উড়ে উড়ে যেতে পরতেন তাহলে কতই না ভালো হত l কিন্তু এতদিন যেটা নিতান্তই সকলের কাছে এক অলীক কল্পনা ছিল তা আজ বাস্তবের রূপ নিয়েছে l ২০২৪ সাল থেকে বাস , ট্যাক্সি জাতীয় সহজলভ্য পাবলিক ট্রান্সপোর্টের মতই উড়ন্ত ট্যাক্সি কিংবা ড্রোন ট্যাক্সি আসতে চলেছে l
যানজট এড়াতে কখনো না কখনো প্রত্যেকেই মাথায় পাখি হওয়ার স্বপ্ন জানলেও মানবাধিকার সভ্যতায় তা অসম্ভব l কিন্তু প্রযুক্তিগত দিক দিয়ে মানুষের ডানা না গজালেও সকলের সুবিধার্থে আসতে চলেছে ড্রোন ট্যাক্সি l মূলত জার্মানির একটি বেসরকারি সংস্থা ‘ভোলোকপ্টারের ’ তরফে ২০২৪ সাল থেকে এটি সম্পূর্ণরূপে বাজারে আসতে চলেছে। একটা বড় মাপের ড্রোন যা অতি সহজেই আকাশপথে যাত্রীদের মুহূর্তের মধ্যেই তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারবে l
গত বৃহস্পতিবার এই ড্রোন ট্যাক্সিটিকে ফ্রান্সের প্যারিস শহরের বাইরে একেবারে প্রথমবারের মত পরীক্ষা করা হয়। যা প্রথমে শহরের বাইরে থাকা একটি মাঠ থেকে উড়ান ভরিয়ে সমগ্র এলাকাটির একচক্কর পরিক্রমা করিয়ে পুনরায় আবার সেই নির্দিষ্ট জায়গাতেই নামানো হয়। ড্রোন ট্যাক্সিটির এই পরীক্ষামূলক অভিযানটি একেবারে সফল ছিল।
এপ্রসঙ্গে ভোলোকপ্টার সংস্থার সিইও ডার্ক হোক জানিয়েছেন, প্রতিবছর ফ্রান্সে গ্রীষ্মকালীন যে অলিম্পিক অনুষ্ঠিত হয় , সেখানে প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতেই মূলত তারা এই পরিসেবাটির শুভ উদ্বোধন করতে চাইছেন। যাতে বেশি সংখ্যক মানুষ এই বিষয়ে অবগত হয়।
তিনি আরও জানিয়েছেন , অলিম্পিক শুরু হতে এখনো আঠারো মাসে সময়ে আছে । এই সময়ের মধ্যেই তারা এটির শংসাপত্র জোগাড় সহ পরিকাঠামো গত দিক দিয়ে অনেক ধরনের পরিবর্তন করবেন। পরিসেবায় আরও উন্নত ও যাত্রীসুলভ করেন তুলতে পারবেন।
কি ভাবে চলবে এই পরিসেবা , সে সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে , ট্যাক্সিটির পরীক্ষামূলক অভিযানটি এখন করানো হলেও ২০২৪ সালেই কমার্সিয়াল ভাবে এই ড্রোন ট্যাক্সিটির পরিসেবা চালু করা হবে। এটি একটি টু টায়ার ট্যাক্সি যাতে এরোপ্লেন অথবা হেলিকপ্টারের মত কোনো রকমই ঝক্কি সহ্য করতে হবে না l এটি সম্পূর্ণ ভাবে অটোমেটিক ও এটির ল্যান্ডিংয়ের জন্য অতি অল্প জায়গায় প্রয়োজন। ডিজিটাল ফ্লাই বাই ওয়ার সিস্টেম দ্বারা গঠিত হওয়ার কারণে এটি নির্দিষ্ট জায়গা থেকে উড়ান শুরু করে নির্দিষ্ট গন্তব্যেই নিয়ে যাবে। এই ড্রোন ট্যাক্সিটির প্রস্তুতকারী সংস্থাটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভবিষ্যতে ‘ভোলোসিটি’ নামেই এটির পরিসেবা শুরু করা হবে।
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে