নিজস্ব প্রতিনিধি, লাহোর - দিনের পর দিন পাকিস্তানের প্রতিবেশী দেশ আফগানিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতির কথা শোনা যাচ্ছে। এবার সেই সম্পর্কই আরও একধাপ অবনতির দিকে এগোলো। আগামী ১০ অক্টোবর থেকে পাকিস্তানে অবৈধ ভাবে থাকা আফগানিস্তানিদের নিজেদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। নির্ধারিত সময় অর্থাৎ পয়লা নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে বলে জানান পাক সরকার।
একটি প্রতিবেদন থেকে জানা গেছে যে, পাকিস্তানে প্রায় ৭ লক্ষ আফগানিস্তান অবৈধভাবে থাকে। এদের মধ্যে হয়তো অনেকেই আজীবন পাকিস্তানেই থেকে আসছে। তবে এবার দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অবনতির জেরে তাদেরকে নিজেদের দেশে ফিরে যাওয়ার কড়া নির্দেশ জারি। আগামী ১০ তারিখ থেকে বর্ডারে এই সংক্রান্ত সমস্ত ব্যবস্থা চালু করা হবে। চলতি বছর পয়লা নভেম্বর মধ্যে যদি তারা নিজেদের দেশে ফিরে না যায় তাহলে কড়া পদক্ষেপ নেবে পাক সরকার বলে জানা যায়।