অমৃতবাজার এক্সক্লুসিভ - হিন্দু পুরাণ হল হিন্দুধর্ম সংক্রান্ত অজস্র ঐতিহ্যবাহী কথামালার একটি বৃহৎ রূপ।হিন্দু পুরানে দেবতা ও অসুরের কথা বর্ণিত রয়েছে।এই হিন্দু পুরানের মধ্যে রামায়ণ ও মহাভারতও এক বিশেষ পুরাণ। রামায়ণের খলনায়ক চরিত্রের কথা উঠলে আমাদের মাথায় একটাই নাম আসে সেটি হলো রাবণ। তিনি মহাকাব্য ও পুরাণে বর্ণিত লঙ্কা দ্বীপের রাজা। তবে জেনে নেওয়া যাক রাবণ রাজার কিছু জানা, অজানা কাহিনী।
জন্ম - রাবণের জন্ম হয়েছিল আজ থেকে অন্তত ২৩ হাজার ৯৮৭ বছর আগে।
দশানন/দশগ্রীব নাম কেন হয়েছিল ?
রাবণের প্রকৃত নাম ছিল দশানন/দশগ্রীব।তাঁর রাবণ নামটি ছিল শিবের দেওয়া। মহাকাব্যে কামুক ও ধর্ষনকামী বলে নিন্দিত হলেও রাবণ মহাজ্ঞানীও ছিলেন।
বর প্রাপ্তি - রাবণ ১১,০০০ বছর ধরে তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন। বর দানটি ছিল তাকে মানুষ ছাড়া ব্রহ্মার সমস্ত সৃষ্টি তার কাছে পরাজিত হবে।
বেদে নিপুণ - রাবন ও তার সহোদরদের শিক্ষা তবে পিতার কাছে সম্পন্ন হয়েছিল। রাবণ বেদ শাস্ত্রের অন্যতম একজন পণ্ডিত ছিলেন।
রাবণ নাম কেন হয়েছিল ?
রাবণ শিবের পরম ভক্ত ছিলেন। শিবের সর্বক্ষনের সান্নিধ্য পাওয়ার লক্ষ্যে তিনি যখন কৈলাশ পর্বতকে লংকায় প্রতিস্থাপনের জন্যে নিজ তপোবল দ্বারা দুই হস্তে তুলে নেন তখন মহাদেব তাঁর পায়ের বৃদ্ধাঙ্গুলি কৈলাশে স্পর্শ করলে রাবণের দুই হাত কৈলাশের নীচে চাপা পরে যায়। রাবণ তখন প্রচন্ড চিৎকার করতে থাকে এবং শিবকে শান্ত করার নিমিত্তে তিনি একটি সঙ্গীত রচনা করেন, যা পরে "শিব তাণ্ডব স্তোত্র" নামে পরিচিত হয়।
অতি উচ্চ মাত্রায় রোদন করার কারণে তাঁর নাম রাবণ বলে পরিচিত হয়।
রাবণের অমরত্বের কাহিনী - লঙ্কা অর্থাৎ শ্রীলঙ্কার অধিবাসীরা আজও মনে করেন যে রাবণ অমর ছিলেন ফলে রামচন্দ্রের হাতে তাঁর মৃত্যু ঘটলেও তাঁর দেহের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়নি। এই প্রসঙ্গে রামায়ণে কোনো উল্লেখ নেই| তাই আজও লঙ্কাবাসীরা মনে করেন রাবণের দেহ স্বমহিমায় বিরাজিত এবং সংরক্ষিত।তিনি হয়তো আবার প্রাণ ফিরে পাবেন ও লঙ্কাকে পুনরায় শাসন করবেন। এরকম বহু আঞ্চলিক কথার ভাজে আজও নিমজ্জিত এই লঙ্কা প্রদেশটি অর্থাৎ বর্তমানের শ্রীলঙ্কা দেশটি।
জেনে নিন মৃগী রোগের হাত থেকে বাঁচতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
যারা ক্রিকেটের অন্ধ ভক্ত, তারা সকলেই বসির চাচাকে চেনেন
ভারত – ৪
জাপান - ২
কোনোরকম ওটিপি শেয়ার না করার পরেও উধাও টাকা , ব্যাঙ্কের দ্বারস্থ যুবক
বৃহস্পতিবার বিকেল পেরিয়ে সন্ধ্যা হতেই জানা গেল অক্ষর প্যাটেল নন রবিচন্দ্রন অশ্বিন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন
ভারত – ০
সৌদি আরব – ২
পাকিস্তানের ৯.৫ কোটি মানুষ দরিদ্রসীমার নীচে অবস্থিত
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
রাজনৈতিক কর্মসূচি থাকলেই অভিষেককে ডেকে পাঠানো ইডির সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে , তোপ কুনালের
আরও ৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
লিপস অ্যান্ড বাউন্স মামলা সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে তাদের সশরীরে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে
রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে শাহরুখ খানের সঙ্গেও দেখা যাবে তাকে