সুমনা কাঞ্জিলাল , কলকাতা - দক্ষিণ খয়েরবাড়ি উদ্ধার কেন্দ্রে রাজা প্রথম পা রাখে ১১ বছর বয়সে। সেটা ছিল ২০০৮ সাল। কুমিরের সঙ্গে জায়গা দখলের লড়াইয়ে ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার রাজার দেহ, শরীর জুড়ে ১০টির বেশি আঘাতচিহ্ন সে ধরা দিয়েছিল বন বিভাগের হাতে। প্রাণপণ সেবা-শুশ্রূষা করে তাকে সেবার বাঁচিয়ে তুলেছিলেন পশু চিকিৎসক ডাঃ প্রলয় মন্ডল, সঙ্গে ছিলেন ওয়াইল্ডলাইফ গার্ড শ্রী পার্থসারথি সিনহা ও অন্যান্য বনকর্মী।
তারপর কেটে গিয়েছে প্রায় ১৫ বছর। চলতি বছরেই ২৬-এ পা দিয়ে ভারতের প্রবীণতম জীবিত বাঘেদের তালিকায় নিজের জায়গা করে নেয় রাজা, যেখানে বন্দি দশায় রয়্যাল বেঙ্গল টাইগারের গড় আয়ু মেরেকেটে ২২ বছর।
১১ই জুলাই সকলকে শোকস্তব্ধ করে চিরবিদায় নিয়েছে রাজা। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রাজার বেঁচে ওঠার, এবং নিজের বিচরণভূমির বাইরে দীর্ঘকাল বেঁচে থাকার, কাহিনী পশ্চিমবঙ্গ বনবিভাগের সংরক্ষণের ইতিহাসে এক স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।