মিছিল করে মনোনয়ন জমা দিলেন রাজেন সুনদাস

মার্চ ৩০, ২০২১ দুপুর ০৪:২০ IST
6062fdebbe4d1_Screenshot_20210330-154353_WhatsApp

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি - মনোনয়ন পত্র জমা দিলেন মাটিগাড়া নক্সালবাড়ি কেন্দ্রের তৃণমূল-কংগ্রেসের প্রার্থী রাজেন সুনদাস। এই কেন্দ্রে তৃণমূলের পক্ষ থেকে প্রথমে নলিনী রঞ্জন রায়কে প্রার্থী হিসেবে মনোনীত করা হলেও, পরবর্তীতে বদল করে রাজেন সুনদাসকে প্রার্থী করা হয়।

মঙ্গলবারের মিছিলে জেলা তৃণমূল কংগ্রেসের পাশাপাশি, প্রচুর সংখ্যায় বিমল পন্থী গোর্খা জনমুক্তি মোর্চার কর্মী-সমর্থকদেরও দেখা যায়। রাস্তায় অগুনিত কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল এবং ঢাক-ঢোল বাজিয়ে এদিন মনোনয়নপত্র জমা করলেন তৃণমূল প্রার্থী।

 

ভিডিয়ো

Kitchen accessories online