নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - গত তিনদিন আগে বাঁকুড়ার পুয়াবাগানে এক জনসভায় তৃণমূল নেতাদের গাছে বেঁধে ‘উত্তম মধ্যম’ দেওয়ার নিদান দিয়েছিলেন বিজেপি নেতা বিকাশ ঘোষ। সেই নিয়ে জোর শোরগোল বেঁধেছে রাজ্য রাজনীতিতে। সেই শোরগোল চাপা পড়ার আগেই সেই একই পথে চলার ফের মিলল হুঁশিয়ারি। বাঁকুড়ায় বৃহস্পতিবার কুড়মি সম্প্রদায়ের মানুষের দাবি জানিয়ে আয়োজিত জনসভায় এই এক দাবি জানায় কুড়মি সম্প্রদায়ের নেতা সুরজিৎ মাহাতো।
সূত্রের খবর , বৃহস্পতিবার বাঁকুড়ায় কালা দিবসের ডাক দেয় কুড়মি সমাজ। সেই উদ্দেশ্য আজ একটি জনসভার আয়োজন করা হয়। আর সেই মঞ্চে রাজনৈতিক নেতাদের গাছে বেঁধে রাখার হুঁশিয়ারি কুড়মি নেতা সুরজিৎ মাহাতোর ।আদিবাসীদের কোনো উন্নয়ন হচ্ছে না এই ক্ষোভেই এই দাবি কুড়মি নেতার। সেই সঙ্গে ২০ সেপ্টেম্বর থেকে রেল বন্ধের ডাক দেয় কুড়মি নেতা।
এদিন সভায় কুড়মি নেতা সুরজিৎ মাহাতো বলেন, “আমরা সমস্ত রকম উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের কোনো অধিকার দেওয়া হচ্ছে না। তাই বলছি এবার যদি কোনো কাজ না হয় তাহলে অন্য ব্যবস্থা নিতে হবে। কুড়মিদের কোনও উন্নয়ন না হলে নেতাদের গ্রামে ঢুকতে দেবেন না ।রাজনৈতিক নেতারা গ্রামে ঢুকলে গাছে বেঁধে রাখুন।”
এই প্রসঙ্গে তৃণমূল নেতা সুভাষ সরকার বলেন, “এই যে বলছে হাত পা বেঁধে রেখে দেবে এটা কিভাবে বলছে। এরপর যদি কোনো নেতার কিছু হয় তার দায় কে নেবে? কেউ না! সুরজিৎ মাহাতোকেই নিতে হবে। আর কুড়মি সম্প্রদায়ের মানুষের কথা। আমরা ওনাদের উন্নয়নের কথা ভাবছি। আর উন্নয়ন একদিনে তো আর হবে না। হচ্ছে ধীরে ধীরে। ধৈর্য্য রাখতে হবে।”
দুর্ঘটনার জেরে উত্তাল গোটা স্টেশন চত্বর , এখনো নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
সপ্তম দিনের শেষে ভারত রয়েছে চতুর্থ স্থানে
ইস্টবেঙ্গল – ২
হায়দরাবাদ এফসি – ১
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
সুতীর্থা ও ঐহিকাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিন
এইমস কল্যাণীতে বিভিন্ন পদে ১৩৭ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে শিক্ষানবিশ পদে ২৪৬ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
ESIC-তে প্যারামেডিক্যাল স্টাফ পদে ১০৩৮ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে
অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে জয়জয়কার ভারতীয়দের
ঘটনার পর আপাতত বন্ধ রাখা হয়েছে টয় ট্রেন চলাচল
ভারত - ১০
পাকিস্তান - ২
হাসপাতালে ভর্তি হবার পর কারোর যেন মৃত্যু না ঘটে , ডেঙ্গু নিয়ে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর