নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - পঞ্চম দফা ভোটের আগে শেষ বেলার প্রচারে অভিনব কর্মসূচি বিজেপি প্রার্থী রাজু বন্দোপাধ্যায়ের। নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে বিজেপি কর্মী সমর্থকদের সাথে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করেন রাজু বন্দ্যোপাধ্যায়।
কামারহাটি বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়, বুধবার শেষ বেলার প্রচারে অভিনব কর্মসূচির মাধ্যমে ঝড় তুলেছেন। নির্বাচনী প্রচার মিছিল চলাকালীন জনসাধারণকে হনুমান চল্লিশা বিলি করেন বিজেপি প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিতর্ক।
রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "বাংলার মানুষ ঠিক করে নিয়েছেন, বিজেপির জয় নিশ্চিত।"
হাওড়া অশান্তি প্রসঙ্গে রাজু বলেছেন, "তৃণমূল হেরে যাওয়ার ভয়ে সন্ত্রাসের সৃষ্টি করছে।"