এই রাজ্যপাল সাংবিধানিক সঙ্কট তৈরি করছেন , ধূপগুড়ির বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে তোপ শোভনদেবের

সেপ্টেম্বর ২৩, ২০২৩ বিকাল ০৭:১৯ IST
650eea0d45e7d_dhupguri-mla

নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি – রাজ্যর বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাতের সাক্ষী থেকে বঙ্গবাসী। এবার নবনির্বাচিত বিধায়কের শপথ ঘিরেও বিতর্ক। ধূপগুড়ির উপনির্বাচনে জয়ী তৃণমূলের নির্মলচন্দ্র রায়ের বিধায়ক পদে শপথ নিয়ে ফের একবার রাজ্য-রাজ্যপাল সংঘাতের পরিবেশ। শনিবার শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে সদ্য জয়ী তৃণমূল বিধায়ক ডক্টর নির্মলচন্দ্র রায়ের। এদিন রাজভবনে যাওয়ার কথা ছিল তার। তবে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ গ্রহণ না করে কলেজে ক্লাস নিলেন তিনি। নিত্যদিনের মতো করলেন পাঠদান। প্রাথমিকভাবে অনুমান , রাজ্য-রাজ্যপাল সংঘাতের জেরেই শপথ অনুষ্ঠানে অংশ নেননি বিধায়ক।

সূত্রের খবর , ৮ সেপ্টেম্বর প্রকাশিত হয় ধূপগুড়ি বিধানসভা নির্বাচনের ফলাফল। বিজেপি প্রার্থী তাপসী রায়কে হারিয়ে প্রায় ৪ হাজার ৪০০ ভোটে জয়ী হন তৃণমূলের নির্মলচন্দ্র। বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর ১৫ দিন কেটে গেলেও এখনও তিনি শপথ নিতে পারেননি। তার পর ধূপগুড়ির ফল প্রকাশের পরদিন অর্থাৎ ৯ সেপ্টেম্বর নির্মলচন্দ্র রায়ের শপথ সংক্রান্ত ফাইল রাজভবনে পাঠায় রাজ্যের পরিষদীয় দফতর। রাজভবনের তরফে ফোন করে বিধায়ককে আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়া কথা বলা হয়।

বিধায়ক নির্মল চন্দ্র রায় বলেন, “রাজভবন থেকে আমার কাছে কোনও ফোন আসেনি। তাই শপথ গ্রহণ সম্পর্কেও কিছু জানি না। শপথ না হওয়ায় তিনি সরকারি বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পারছেন না। যার জেরে সমস্যায় পড়ছেন এলাকার মানুষ থেকে পড়ুয়ারা। বিভিন্ন স্কলারশিপের তার স্বাক্ষরের প্রয়োজন হচ্ছে ছাত্র ছাত্রীদের। শপথ না হওয়ায় সেই সমস্ত কাজ সই করতে পারছি না।”

যদিও রাজভবনের এই অতিসক্রিয়তা মোটেও ভালো চোখে দেখছে না সরকার। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘আমি পরিষদীয় মন্ত্রী হয়েও এই বিষয়ে কিছু জানি না। আমার দফতরকেও কিছুই জানানো হয়নি। পরিষদীয় দফতরের প্রধান সচিবও ও বিধানসভার অধ্যক্ষও জানেন না। সরাসরি জয়ী প্রার্থীকে রাজভবন থেকে ফোন করা হচ্ছে। নির্মলচন্দ্র আমাকে ফোন করে জানতে চান কবে তিনি শপথ নেবেন। আমি তাঁকে বলি এখনও দিনক্ষণ কিছুই ঠিক হয়নি। বিধানসভায় বিধায়কের শপথগ্রহণ দীর্ঘদিনের প্রথা। এই রাজ্যপাল নানা ধরনের সাংবিধানিক সঙ্কট তৈরি করছেন। এটা মোটেই কাম্য নয়।‘

ভিডিয়ো

Kitchen accessories online