নিজস্ব প্রতিনিধি , কলকাতা - গত কয়েক মাস ধরেই নিয়োগ দুর্নীতি মামলায় তীব্র অস্বস্তিতে রয়েছে তৃণমূল। আদালত ইতিমধ্যেই কয়েক হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে। সঙ্গে দুর্নীতির দায়ে জেলে বন্দি শাসক দলের একাধিক নেতা-মন্ত্রী। এদিকে শিউরে পঞ্চায়েত নির্বাচন। তবে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে নয়া চমক নিয়ে রাজ্যে বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগেই কল্পতরুর ভূমিকায় মুখ্যমন্ত্রী।
আজ নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন , রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগ করা হবে। যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য সাড়ে ২৫ হাজার শিক্ষক নিয়োগ। মুখ্যমন্ত্রীর ঘোষণা , প্রাথমিকে ১১ হাজার ও উচ্চপ্রাথমিকে ১৪ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ করা হবে। আগামী এক বছরের মধ্যে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মোট ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর। তার মধ্যে এই দফতর গুলিতে নিয়োগ হতে চলেছে -
স্বাস্থ্য দফতর - রাজ্য স্বাস্থ্য দফতরে ২ হাজার চিকিৎসক এবং ৭ হাজার নার্স নিয়োগ হবে।
কমিউনিটি হেল্থ বিভাগ - ২ হাজার অঙ্গনওয়াড়ি ও ৭ হাজার আশাকর্মী নিয়োগ হবে এই বিভাগে।
রেলওয়ে - রেলে রাজ্য সরকার নিয়ন্ত্রণাধীন গ্রুপ ডিতে ১২ হাজার এবং গ্রুপ সিতে আরও ৩ হাজার পদে নিয়োগ হবে।
প্রাইমারি - প্রাথমিক শিক্ষায় ১১ হাজার শূন্যপদে দ্রুত নিয়োগ সম্পন্ন করবে রাজ্য সরকার।
উচ্চপ্রাথমিক - উচ্চ প্রাথমিকে নিয়োগ হবে ১৪ হাজার ৫০০ শূন্যপদে। দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধ পরিবার রাজ্য সরকার।
পুলিশ - রাজ্য পুলিশের বিভিন্ন শূন্যপদে ২০ হাজার শূন্যপদে নিয়োগের কাজ শুরু হয়েছে।
আবগারি দফতর - কনস্টেবল পদে ৩ হাজার নিয়োগ।
এছাড়াও কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ২ হাজার ২০০ অধ্যাপক নিয়োগ হতে চলেছে।
রাজ্য সরকারের বিভিন্ন পদে আরও ১৭ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এদিকে শিক্ষক নিয়োগে একাধিক দুর্নীতির অভিযোগ, চাকরি বাতিল থেকে চাকরি প্রার্থীদের আন্দোলন, গত কয়েকমাস ধরেই তীব্র চাপে ছিল রাজ্য সরকার। এরমাঝেই প্রাথমিক, উচ্চ প্রাথমিকে শিক্ষক সহ বিভিন্ন বিভাগে নিয়োগ রাজ্যের লক্ষ লক্ষ বেকারদের মুখে হাসি ফোঁটাতে চলেছে।
আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক লোকেশ রাহুল
শেষ পর্যন্ত পঞ্চায়েত অফিসের তালা ভেঙে বিরোধীদের ভিতরে ঢোকার ব্যবস্থা করলো পুলিশ
শাহরুখ খানের একটি ফ্যান ক্লাবের তরফে বেঙ্গালুরুর একটি হলের ভিডিও পোস্ট করা হয়
ওএমআর শিট নষ্ট করা ও জালিয়াতির অভিযোগ উঠেছে এই কোম্পানির নামে
একের পর এক শো বাতিল হওয়ার পরে এবার সরাসরি মুখ খুললেন গায়ক
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬
ফারুকের মুক্তিকে স্বাগত জানিয়েছে বিজেপি, কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহ
সনাতন ধর্ম ইস্যুতে বড়সড় পদক্ষেপ নিল দেশের শীর্ষ আদালত
শীঘ্রই রাজভবনের তরফে এই কমিটির সদস্যদের নাম সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে , বার্তা রাজ্যপালের
মহিলা কন্সটেবলের উপরে হামলার ঘটনায় স্বতোঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল এলাহাবাদ হাই কোর্ট
রাজ্যসভায় মহিলা সংরক্ষণ বিলের বিপক্ষে কোনো ভোটই পরেনি
সার্চ কমিটিতে ভিন রাজ্যের কেউ থাকবেন কিনা, সেই নিয়ে জল্পনা জারি এখনো
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ
প্রাইমারী TET পরীক্ষা প্রস্তুতিতে আজ গণিত