পূর্ণাঙ্গ চাকরি সহ ৯ দফা দাবি জানিয়ে দেশ জুড়ে বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের কর্মচারীদের ধর্মঘট , তীব্র ভোগান্তিতে গ্রাহকরা

সেপ্টেম্বর ২৩, ২০২২ রাত ০৮:২০ IST

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - গ্রামীণ ব্যাঙ্কগুলিতে পূর্ণাঙ্গ চাকরির দাবিতে সকাল থেকেই সারা দেশব্যাপী ধর্মঘট শুরু হয়েছিল। প্রায় ৯ দফার দাবি জানিয়ে এদিন শুরু হয় এই ধর্মঘট।সেই মত বালুরঘাট শহরেও শুরু হয়েছে গ্রামীণ ব্যাঙ্ক ধর্মঘট।শুক্রবার বালুরঘাটে অবস্থিত বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্কের কর্মচারীরা ধর্মঘট রেখে বিক্ষোভ কর্মসূচিতে নামেন।

বিজ্ঞাপন 

স্থানীয় সূত্রে জানা গেছে , গ্রামীণ ব্যাঙ্কগুলিতে বেসরকারিকরণের প্রতিবাদে আজকের এই কর্মসূচি।পাশাপাশি ৪৩ টি গ্রামীণ ব্যাঙ্কের এক ছাতার তলায় এনে সরকারি রূপদানের দাবিতে ও গ্রামীণ ব্যাঙ্কগুলিতে পূর্ণাঙ্গ চাকরির দাবি আজ সারা দেশব্যাপী গ্রামীণ ব্যাঙ্ক ধর্মঘট পালিত হচ্ছে। ধর্মঘটকারীদের বক্তব্য , তাদের দাবি না মানা হলে তারা আগামী দিনের বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন।

এদিন ধর্মঘটকারী প্রণব সরকার জানিয়েছেন,'আজ আমাদের সারা ভারতে গ্রামীণ ব্যাঙ্ক ধর্মঘট।এখন বর্তমানে প্রায় ৪৩ টি গ্রামীণ ব্যাঙ্ক আছে।আমাদের দাবি এই ৪৩ টি গ্রামীণ ব্যাঙ্ক এক ছাতার তলায় এনে সরকারি রূপ দান করতে হবে। এছাড়াও সরকার চেষ্টা করছে এই গ্রামীণ ব্যাঙ্কগুলো প্রাইভেটের হাতে তুলে দিতে। এই উপলক্ষ্যে তারা আই পি ও চালু করে দিয়েছে। কিন্তু আমরা এই পুরো বিষয়টি বাতিল করার করার দাবিতে এই ধর্মঘট চালু রেখেছি। আমরা চাই যাতে সরকারের হাতে এই গ্রামীণ ব্যাঙ্কগুলো থাকে। পাশাপাশি এই ব্যাঙ্কের যারা অস্থায়ী কর্মী আছে, তারা যেন তাদের বেতন ও পেনশনের টাকা সঠিক সময় পায়'।

ভিডিয়ো

Kitchen accessories online