নিজস্ব প্রতিনিধি, উত্তর দিনাজপুর - রাজ্য সরকারের নির্দেশে পয়লা জানুয়ারি অর্থাৎ ইংরেজি নববর্ষের দিন সরকারি ছুটি। আবার সেই দিন জেলা শিক্ষা দফতর থেকে প্রাথমিক বিদ্যালয় গুলোতে মিড-ডে-মিল দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তারপরেই রাজ্য সরকারের দুই নির্দেশকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে উত্তর দিনাজপুরের প্রাথমিক শিক্ষক মহলে।
সিপিআইএমের প্রাথমিক শিক্ষক সংগঠন এবিপিটিএ’র জেলা সহ সম্পাদক ধ্রুব পাল বলেন,'১ তারিখে মিড ডে মিল বিতরনের সার্কুলারটি এসেছে, সেইটা আমরা ভালোমতো দেখছি না। কারণ রাজ্য সরকার শুধু এই বছর না প্রত্যেক বছরই ১ তারিখে বিদ্যালয় বন্ধ করার একটি নির্দেশ জারি করেন। এই বছরও রাজ্য সরকার একইভাবে নতুন বছরের ছুটির লিস্ট তৈরি করেছেন। কিন্তু ১ তারিখে ছুটির পাশাপাশি আবার মিড-ডে-মিল বিতরণ করারও নির্দেশ আছে। এই দ্বিচারিতাকে আমরা ভালো মতো দেখতে পারি না। এটা শিক্ষায় চরমভাবে বিশৃঙ্খলা তৈরি করা, এর বিরোধিতা আমরা করছি। এই বিষয় নিয়ে আমরা প্রশাসনের দৃষ্টি নজরে এনেছি। ৩ তারিখে যেহেতু বুক ডে পালন হচ্ছে, সেদিন থেকে যাতে মিড ডে মিল চালু করার ব্যবস্থা করা হয় এই দাবিটা আমাদের থাকবে’।
তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন, ’এই বিষয়ে আমরা উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি যে ১ তারিখ বাদ দিয়ে ৩ তারিখ থেকে মিড-ডে-মিল বিতরণ করার কর্মসূচি করা হোক। এই নিয়ে সিপিআইএম অনেক কিছুই বলবে কিন্তু আমরা ভালো করে জানি যে এই নিয়ে অন্য কোন বিষয় নেই। সিপিআইএম এতে কি বলল মানুষ সেটা গ্রাহ্য করে না’।
উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক দীপক ভক্ত জানিয়েছেন, ’দরকার হলে সরকারি কাজের প্রয়োজনে ছুটির দিনেও কাজ করতে হবে। যা নির্দেশ দেওয়া হয়েছে সেই মতো পালন করতে হবে'।
প্রায় ২ ঘন্টা ধরে অবরোধ , তীব্র ভোগান্তির মুখে নিত্য যাত্রীরা
'কিলার মিলার'-এর দাপটে ফাইনালে গুজরাত
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর
পুলিশের গুলিতে ঝাঁজরা অভিযুক্ত বন্দুকবাজ কিশোর , মৃতদের প্রতি গভীর শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের
বাস দুর্ঘটনায় আহত প্রায় আরও ৪০ জন
আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হবে ম্যাচ
রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়ে উচ্ছ্বসিত তিনি
অচৈতন্য যুবককে হাসপাতালে ভর্তি করার জায়গায় মাঝ পথে ফেলে দিয়ে চলে গেল বাসের কন্ডাক্টর , দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলে ক্ষুব্ধ পরিবার
কেন্দ্রীয় সরকারের নর্থ ওয়েস্টার্ন রিজিয়নের বিভিন্ন দফতরে ৮১২ টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে
রাজস্থান রয়্যালস - ১৮৮/৬(২০)
গুজরাত টাইটান্স - ১৯১/৩(১৯.৩)
তৃণমূল নেতার ভয়ে ঘরছাড়া পরিবার
মহাকাল পুজোয় উৎসর্গ হয় বিভিন্ন ধরনের প্রসাদ
দুজনেই সম পরিমাণ ক্লিন শিট রেখেছেন
অর্জুন দলবদল করতেই সেতুবন্ধনের কাজ করবে বিটি রোড
নানারকম অনুষ্ঠানে অংশ নেয় এই একদল যুবক-যুবতী