নিজস্ব প্রতিনিধি, কোচবিহার - চলতি সপ্তাহে উত্তরবঙ্গের একাধিক জেলায় দেখা দিয়েছিলো কালবৈশাখীর তান্ডব। বৈশাখের শুরুতেই কালবৈশাখীর তান্ডবে লন্ডভন্ড হয়েছে জলপাইগুড়ি সহ কোচবিহারের একাধিক এলাকা।গত বৃহস্পতিবার রাতে মাত্র ৩০ মিনিটের ঝড়ে কোচবিহার ১ নম্বর ব্লকের ঘুঘুমারি, শুকটাবাড়ি, মোয়ামারী সহ এলাকা তীব্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি কালবৈশাখী ঝড়ে এই এলাকায় মৃত্যু হয়েছে ২ জনেরও। এদিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে এসে মৃতদের পরিবারকে সমবেদনা জানায় সিপিএম রাজ্য সম্পাদক মহাম্মদ সেলিম।
ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করতে এসেছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিম, জেলা সম্পাদক অনন্ত রায়, সিপিআইএম নেতা জীবেশ সরকার, মহানন্দ সাহা, তমসের আলী সহ স্থানীয় বাম নেতা-কর্মীরা। নতুন বছরের শুরুতেই কালবৈশাখীর দাপটে মৃত্যু হয় দেবদাস পাল ও আলমগীর হোসেন নামে দুজনের। বিদ্যুতের খুঁটি সহ বহু গাছ উপড়ে পড়ে, বহু ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়। এই ঘটনায় অসহায় হয়ে রাস্তায় আশ্রয় নেন গ্রামবাসীরা। তাদের পাশে এসে দাঁড়ান সিপিআইএমের নেতারা।
এদিন সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে বাম রাজ্য সম্পাদক মহঃ সেলিম একাদশ শ্রেণির পড়ুয়া মৃত জাহাঙ্গীরের বাড়িতে আসেন। জাহাঙ্গীরের মত মেধাবী ছাত্রের মৃত্যুতে শোকপ্রকাশ করেন তিনি, শুধু তাই নয়, মৃত জাহাঙ্গীরের ছোট ভাইবোনদের পড়াশোনার ভার নেওয়ার প্রতিশ্রুতিও দেন।
ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রসঙ্গে তিনি রাজ্য সরকারের তীব্র নিন্দা করে বলেন, মদ খেয়ে মরলে ৫ লক্ষ , আর ঝড়ে মৃত্যুতে দু'লক্ষ, এটা নতুন নিয়ম জানলাম। তিনি আরও বলেন সরকারের উচিত, যারা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সাহায্য করা, যারা ঘরবাড়ি হারিয়েছেন, তাদের আবাস যোজনার আওতায় নথিভুক্ত করে নতুন ঘর করে দেওয়া। এটাই নিয়ম। অন্যথায় প্রয়োজনে তারা বিডিও, ডি এমের কাছেও দাবি জানাবেন।
ক্রিজে আছেন জনি বেয়ারস্টো ও স্যাম বিলিংস
মোদি-শাহকে ধন্যবাদ জানিয়েছেন শিন্ডে
হোটেল থেকে গ্রেফতার ২ অভিযুক্ত
গ্রামবাসীদের সাহসিকতার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই বিরাটদের কোচের দায়িত্বের মেয়াদ শেষ হয়েছিল শাস্ত্রীর
রহস্যজনক মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ
তনুজা চক্রবর্তীকে পদ থেকে না সরালে আইনি পদক্ষেপ , হুঁশিয়ারি অদিতির
‘ভবিষ্যতে যে সরকারকেই আসবে এই বোঝা বয়ে বেড়াতে হবে অনির্দিষ্টকালের জন্য’ - শুভেন্দু
দুই বছর আগে তার হাটুর অস্ত্রোপচারের উদ্দেশ্যে অর্থ প্রদান করেন সোনু সুদ
ম্যাচের শেষে ফলাফল ৬-১, ৬-২, ৬-৪
ব্রডের এক ওভারে বুমরা ২৯ রান তোলেন
নিজের ঘরেই রহস্য মৃত্যু যুবকের , খুন না আত্মহত্যা ধন্ধে পুলিশ
বিমানবন্দরে মোদিকে অভ্যর্থনা জানাতে অনুপস্থিত কেসিআর , তীব্র জল্পনা তামিল রাজনীতিতে
হাইকোর্টের পক্ষ থেকে ঈদ উপলক্ষ্যে তৈরি করা হলো ৯টি বেঞ্চ
কমিশনের রিপোর্ট কে ভ্রান্ত , তীব্র নিন্দা প্রকাশ করে বিবৃতি জারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের