নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - রাজ্যে ফের মিলল বিপুল টাকার সন্ধান!এবার খড়দহ এলাকায় এক প্রফেসরের বাড়িতে চিরুনি তল্লাশি চালিয়ে ৩২ লাখ টাকা উদ্ধার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটরের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা ও খড়দহ থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার রাতে আচমকাই একদল পুলিশ ও গোয়েন্দা হানা দেন খড়দহে নাথুপাল ঘাট রোডের বুল বুল পাখি আবাসনে। আবাসনের যে ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালায় পুলিশ, সেই ফ্ল্যাটে থাকতেন অমিতাভ দাস নামে এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়েই ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা, পুলিশকে সঙ্গে নিয়ে অমিতাভের বাড়িতে হানা দেন। বাড়িতে অমিতাভ ছাড়াও থাকেন তাঁর স্ত্রী ও সন্তান।
গতকাল থেকে আজ , শুক্রবার পর্যন্ত দফায় দফায় জিজ্ঞাসাবাদ ও তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ ও গোয়েন্দারা।এদিন বাড়িতে তল্লাশি চালিয়ে বিরাট অঙ্কের টাকা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর , আনুমানিক ৩২ লক্ষ টাকা এখনও পর্যন্ত পাওয়া গেছে অমিতাভের ফ্ল্যাট থেকে। এদিকে এই টাকা উদ্ধারের ঘটনায় বিস্মিত প্রতিবেশীরা।
এই ফুটবল প্রতিযোগিতায়
চ্যাম্পিয়ন হয় অর্ণব অন্বেষা সম্প্রীতি একাদশ।
শিশির মঞ্চে বিভাব নাট্য একাডেমি মঞ্চস্থ করলো তাদের দুটি নতুন নাটক ' জীবনের এক রূপকথা' ও ' দিনান্তে।