নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর – ১লা আগস্ট থেকে ৭ই আগস্ট পর্যন্ত পালন করা হয় বিশ্ব স্তন্যপান সপ্তাহ। সেই উপলক্ষ্যে আজ ১লা আগস্ট রাজ্যের বিভিন্ন প্রান্তে আনুষ্ঠানিক ভাবে পালনও করা হলো দিনটিকে। শিশুদের জন্য "ব্রেস্ট ফিড ইস দ্যা বেস্ট ফিড" স্লোগানকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলায় একটি কর্মশালার মধ্যে দিয়ে মঙ্গলবার শুরু হল বিশ্ব স্তন্যপান সপ্তাহ উদযাপন। অন্যদিকে পুরুলিয়া জেলা প্রশাসন ও তথ্য এবং সংস্কৃতি বিভাগের উদ্যোগে বিশ্ব স্তন্যপান সপ্তাহ উপলক্ষে আয়োজন করা হল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।
দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবণের বালুছায়া হলে আলোচনার মধ্যদিয়ে বিশ্ব স্তন্যপান সপ্তাহ উদযাপনের সূচনা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , জেলা প্রশাসন ও আইসিডিএস আধিকারিক সহ অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীরাও। আলোচনার মাধ্যমে মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা এবং ছ'মাস বয়স পর্যন্ত শিশুর মাতৃদুগ্ধ পান করা কোন কোন কারণে অনিবার্য তাও আলোচনা করা হয়।
অন্যদিকে পুরুলিয়া জেলা প্রশাসন ও তথ্য এবং সংস্কৃতি বিভাগের উদ্যোগে বিশ্ব স্তন্যপান সপ্তাহ উপলক্ষ্যে আয়োজন করা হল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রদীপ জ্বালিয়ে ও ফিতে কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুরুলিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কুনাল কান্তি দে। উপস্থিত ছিলেন জেলা তথ্য-সংস্কৃতি দফতরের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী সহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। পুরুলিয়ার বিভিন্ন ব্লকের কিছু শিশুদের জন্য তাদের মায়ের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে। পুরুলিয়ার স্পন্সরড টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীরা মাতৃদুগ্ধের গুরুত্ব বিষয়ক একটি নাটকও পরিবেশন করেন।
এপ্রসঙ্গে পুরুলিয়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কুনাল কান্তি দে বলেন, "আগস্ট মাসে ১ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মাতৃদুগ্ধ পান বিষয়ে সচেতন করা হবে। আজ এখান থেকে আনুষ্ঠানিকভাবে তার উদ্বোধন করা হলো। মাতৃ দুগ্ধের প্রয়োজনীয়তা আমরা বোঝানোর চেষ্টা করছি। আজ অনুষ্ঠানে অনেক মায়েরাই তাদের সন্তানকে নিয়ে উপস্থিত ছিলেন। জেলার প্রতিটি ব্লকে এই অনুষ্ঠান করা হবে।"
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
ফের রুপোর দাম নিম্নমুখী
ফের সোনার দাম নিম্নমুখী
মোহনবাগান – ১
বেঙ্গালুরু এফসি – ০
ভারত – ২৮৬ (৪৯.৪)
অস্ট্রেলিয়া – ৩৫২/৭ (৫০)
বহু খালিস্তানি নেটওয়ার্ক ছিন্ন করতে সক্ষম হয়েছে ভারত সরকার
পায়ের পাশ দিয়ে গড়িয়ে পরছে রক্ত, সাহায্যের জন্য এগিয়ে আসেনি
বিশ্বের যে কোনো প্রান্তের যেকোনও পর্যটককে আকৃষ্ট করার মতো সব উপকরণই বাংলাদেশে বিদ্যমান
নীতিগতভাবে তাদের ২ দেশের মধ্যে মিল রয়েছে
রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এই তথ্য জানান
আগে যারা করোনা আক্রান্ত হয়েছিল , তারা যদি আবার ডেঙ্গু আক্রান্ত হয় তবে তা প্রাণঘাতী হতে পারে , আশঙ্কাবার্তা চিকিৎসকদের
নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে প্রাথমিক, সব শিক্ষক নিয়োগের মামলা শোনা হবে আলাদা ভাবে
হাইকোর্টের নির্দেশ ছাড়া কেউ ইডি-সিবিআইয়ের কাজে হস্তক্ষেপ করবে না , খোদ বিচারককে অপসারণ করে কড়া নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
গ্র্যান্ড হোটেলের সামনে থাকা ফুটপাথ হকারমুক্ত করতে হবে , নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
পুরসভার গেটের সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ কংগ্রেসের