আইসিডিএসে চাকরি দেওয়ার নামে ১৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ , তৃণমূল নেতাকে গণধোলাই এলাকাবাসীর

ডিসেম্বর ০৩, ২০২২ দুপুর ০১:১৮ IST
638a2588a89f9_n447938032166999773124379a5401cbf8c26e4d51113b100fef767713598c86ffb3caed70733c4fd3d0b60

নিজস্ব প্রতিনিধি , মালদহ - রাজ্যের মন্ত্রীর নাম করে আইসিডিএস এ চাকরি দেওয়ার নামে ১৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দুই বোনের। অভিযোগের তির তৃণমূলের জয় হিন্দ বাহিনীর জেলা সম্পাদকের বিরুদ্ধে। টাকা ফেরত চাইতে গেলে পাল্টা অভিযোগকারী মহিলার ওপরে চড়াও হয় ওই তৃণমূল নেতা। প্রতিবাদে অভিযুক্ত তৃণমূল নেতাকে গণধোলাই দেয় এলাকাবাসীরা। পরবর্তী‌তে পুলিশ এসে আটক করে নিয়ে যায় অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে , হরিশ্চন্দ্রপুরের সংগঠন পাড়ার বাসিন্দা আব্দুল গাফফার। পেশায় দর্জি ছিলেন। মারা গেছেন কিছু বছর আগে। স্ত্রী অঙ্গনওয়াড়িতে রান্নার সহায়িকার কাজ করেন। তার দুই মেয়ে পুতুল নেশা পারভিন এবং হাজেরা খাতুন। অভিযোগ, বিধানসভা ভোটের আগে এই দুই মেয়েকে অঙ্গনওয়াড়িতে চাকরি দেওয়ার নাম করে বেশ কয়েক দফায় মোট ১৬ লক্ষ টাকা নেন মালদহ জেলা তৃণমূলের জয় হিন্দ বাহিনীর জেলা সম্পাদক জাহাঙ্গীর আলম। এমনকি তিনি বলেছিলেন, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে। পনেরো দিনের মধ্যে হয়ে যাবে চাকরি।

চাকরির আশায় নিজেদের শেষ সম্বল জমি বেঁচে এবং সঞ্চিত কিছু অর্থ থেকে ওই নেতাকে টাকা দিয়েছিল দুই বোন। কিন্তু চাকরি তো দূরর কথা, দেড় বছরের বেশি সময় হয়ে গেলেও টাকা ফেরত পাননি তারা। চাইতে গেলে বারবার হুমকি দেওয়া হয়েছে, বলে অভিযোগ। শুক্রবার হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের কাছে আসেন জাহাঙ্গীর আলম। খবর পেয়েই তার কাছে টাকার জন্য যান পুতুল নেশা পারভীন। কিন্তু অভিযোগ, সেই সময় তাকে গলা টিপে ধরে পেটে লাথি মারেন ওই তৃণমূল নেতা। প্রকাশ্য দিবালোকে এক মহিলাকে মারধর করতে দেখায় ছুটে আসে এলাকাবাসী। পাল্টা ওই নেতাকে গণপ্রহার দেয় এলাকাবাসী। ঘটনাস্থলে পুলিশ এসে জাহাঙ্গীর আলমকে আটক করে নিয়ে যায়।

যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই নেতা। অভিযুক্ত তৃণমূল নেতার দাবী, তিনি কোনও টাকা নেননি। ওই মহিলা তাকে বিয়ে করার জন্য চাপ দিতেন। এই সব কারণে প্রতিহিংসাবশত তাকে ফাঁসাচ্ছেন।

এদিকে এই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েননি গেরুয়া শিবির। উত্তর মালদহ বিজেপির সহ সভাপতি তাপস গুপ্তা জানিয়েছেন, 'তৃণমূলের আপাদমস্তক দুর্নীতিতে ভরে গেছে। যে টাকা তুলেছে, তার পেছনে আরও কে আছে, সেটা দেখতে হবে।'

এদিকে এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জীব গুপ্তা জানিয়েছেন, 'আমাদের চোখের সামনেই এই ঘটনা ঘটেছে। দলের নাম করে অনেকেই টাকা তুলছে। আমরা ওই দুই বোনের পাশে আছি। কোনও রকম রাজনীতি না দেখেই ব্যবস্থা নেওয়া হবে।'

আরও পড়ুন

কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য সুখবর, চার শতাংশ বাড়ল ডিএ
মার্চ ২৪, ২০২৩

এই সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারের ১ কোটির বেশি কর্মী ও পেনশনভোগীরা

হলো না নতুন নাম ঘোষণা , জেলবন্দি কেষ্টকেই বীরভূম জেলা সভাপতি পদে বহাল রাখলেন মমতা
মার্চ ২৪, ২০২৩

অনুব্রতর অনুপস্থিতিতে জেলার দেখভাল করবেন ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী

রমরমিয়ে চলছে নকল মোবিলের ব্যবসা , চাকদহে গ্রেফতার ১
মার্চ ২৪, ২০২৩

ধৃতের বাড়ি থেকে বাজেয়াপ্ত ৫ ব্যারেল নকল মোবিল, লেবেল সহ সরঞ্জাম

আজকের রুপোর দাম ২৪শে মার্চ শুক্রবার ২০২৩
মার্চ ২৪, ২০২৩

ফের রুপোর দাম ঊর্ধ্বমুখী

আজকের সোনার দাম ২৪শে মার্চ শুক্রবার ২০২৩
মার্চ ২৪, ২০২৩

ফের সোনার দাম ঊর্ধ্বমুখী     

প্রকাশ্যে এলো মেনু কার্ড , নতুন বর নিয়ে মুখ খুললেন সুজাতা
মার্চ ২৪, ২০২৩

সৌমিত্র অতীত , নতুন করে বিয়ের পিঁড়িতে বসার জল্পনা তুললেন সুজাতা

ভোটের মুখে জোর ধাক্কা শাসক শিবিরে , বীরভূমে দল ছাড়লেন ২ তৃণমূল অঞ্চল সভাপতি
মার্চ ২৪, ২০২৩

অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলে দল ছাড়লেন অঞ্চল সভাপতি

উইমেন্স প্রিমিয়ার লিগ, প্লে অফে মুম্বাইয়ের বিরুদ্ধে টস জিতল ইউপি
মার্চ ২৪, ২০২৩

আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মুম্বাই-ইউপি ম্যাচ

ভারতীয় হাই কমিশনে তান্ডব খালিস্তানিদের, নড়চড়ে বসল কানাডা সরকার
মার্চ ২৪, ২০২৩

এখনও অধরা অমৃতপাল সিং, শুরু হয়েছে চিরুনি তল্লাশি

BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে চাকরির সুযোগ
মার্চ ২৪, ২০২৩

BSNL এর উত্তরাখন্ড সার্কেলে অ্যাপ্রেন্টিস পদে ২১ টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা হবে 

আমার জানা সিপিএমের এক হাজার হোল টাইমারদের বাড়ির লোককে চাকরি দেওয়া হয়েছিল , দাবি শুভেন্দুর
মার্চ ২৪, ২০২৩

এরাজ্যে বামেদের মতো তৃণমূলও ভবিষ্যতে শূন্য হবে , দাবি শুভেন্দুর

ইঞ্জিন ভ্যান উল্টে গুরুতর আহত স্কুল শিক্ষিকা
মার্চ ২৪, ২০২৩

গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষিকা

দরজা ভেঙে সাবার করে দিচ্ছে বস্তা ভর্তি চাল , হাতির হানায় কাঁপছে এলাকাবাসী
মার্চ ২৪, ২০২৩

শুধু ঘর না , কখনো কখনো মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে তোলাও তুলছে হাতি

প্রবল ঝড় বৃষ্টির দাপট , ভেঙে পরলো গৃহস্থের বাড়ি
মার্চ ২৪, ২০২৩

কোনক্রমে প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা

একটু অপেক্ষা করুন , আমরা প্রায় পৌঁছে গিয়েছি , দুর্নীতি কান্ডে আদালতে দাবি ইডির আইনজীবীর
মার্চ ২৪, ২০২৩

আমার মক্কেলের কিডনির সমস্যা রয়েছে , আদালতে দাবি শান্তনুর আইনজীবীর

ভিডিয়ো