নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের দাবিতে গতকাল রাজভবনের সামনে ধর্নায় বসেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধায়। আর ধর্নার দ্বিতীয় দিনেই মিলল সাক্ষাতের সময়। আজ দার্জিলিংয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। ইতিমধ্যেই কলকাতা থেকে রওনা দিয়েছেন তারা।
শনিবার তৃণমূলের তরফে রাজ্যপালের সঙ্গে সাক্ষাত করতে যাবেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র। সকালের বিমানে কলকাতা থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দিয়েছেন এই ৩ জন। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাদের সাথে রাজ্যপালের সাক্ষাৎ হওয়ার কথা আছে। তৃণমূলের বক্তব্য রাজ্যপালকে জানাবেন তারা৷ দেখা করেই তারা রবিবার ফিরে আসবেন।
এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন কলকাতায় এসে রাজ্যপাল দেখা না করা পর্যন্ত তিনি রাজভবনের সামনের ধর্না থেকে উঠছেন না। একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ের দাবিতে দিল্লির বুকে দু’দিনের আন্দোলনের পর এবার রাজভবনের সামনে রাজ্যপালের সঙ্গে দেখা করার দাবিতে ধর্নায় বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি হুঙ্কার দিয়েছেন , তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যপাল বোস দেখা না করা পর্যন্ত তিনি রাজভবনের বাইরেই অপেক্ষা করবেন। অভিষেক রাজ্যপালের উদ্দেশ্য ধর্নামঞ্চ থেকে শুক্রবার সন্ধ্যায় জানিয়েছেন,‘‘আপনি যদি মনে করেন পুজো কাটিয়ে ফিরবেন, তা হলে তা-ই হবে। সপ্তমী, অষ্টমীতে আমি একা বসে থাকব। আপনারা শুধু পাশে থাকলেই হবে।’’