রাজ্যসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

সেপ্টেম্বর ১২, ২০২২ রাত ০৮:৪৯ IST
631f4432b15e0_Screenshot_2022_0912_193456

নিজস্ব প্রতিনিধি , আগরতলা - ত্রিপুরা থেকে রাজ্যসভা আসনের ২২শে সেপ্টেম্বরের উপনির্বাচনের জন্য বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার বিপ্লব তার কাগজপত্র জমা দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব ভার্মা, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সহ বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন বিপ্লব কুমার দেব। সোমবার তিনি বিজেপি নেতা ও কর্মীদের এই উত্তর-পূর্ব রাজ্যে ২০২২ সালের বিধানসভা নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ লড়াই করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, '২০১৮ সালের নির্বাচনে, বিজেপি ৬০-সদস্যের বিধানসভার ৩৬ টি আসন জিতেছে, এবং আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যাতে আগামী বছর হাউসে দলের শক্তি আরো বৃদ্ধি পায়।'


মনোনয়ন পত্র জমা দিয়ে বিপ্লব কুমার দেব সাংবাদিকদের বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দলের শীর্ষ নেতৃত্ব আমাকে হরিয়ানার জন্য বিজেপির ইনচার্জ করেছেন। আবার আমাকে ত্রিপুরা থেকেও রাজ্যসভা আসনের উপনির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে। আমি এই উভয় রাজ্যেই দলের সংগঠনকে শক্তিশালী করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।'

ভিডিয়ো

Kitchen accessories online