নিজস্ব প্রতিনিধি , মুম্বাই - একদিকে মাতৃবিয়োগের ব্যথা, অন্যদিকে,বৈবাহিক জীবন অশান্তি-রাখীর জীবন বিড়ম্বনা যেন শেষ হওয়ার নয়। ঠিক এমনই দুঃখে-কষ্টে জর্জরিত অবস্থায় রয়েছেন বলিউডের অভিনেত্রী রাখি সাওয়ান্ত।এতদিনের স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন তিনি,এবারে সেই সঙ্গেই আদিল খান দুরানির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তিনি জানালেন তার মায়ের মৃত্যুর জন্য নাকি দায়ী আদিল।
সূত্রের খবর, তনু নামক এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে আদিলের। এই নিয়েই হাউহাউ করে কাঁদতে কাঁদতে সংবাদমাধ্যমে সামনে রাখীর অভিযোগ, মায়ের চিকিৎসার জন্য টাকা দিয়ে অস্বীকার করেছেন আদিল।
এই বিষয়ে তিনি বলেন, “ও আমার মা’কে মেরে ফেলেছে। যদি আজ সময়মতো আমার মায়ের চিকিৎসা হতো তবে এই ভাবে উনি মারা যেতেন না। কোথাও মারতে ছাড়ল না আমায়। আমায় শেষ করে দিল।”
যদিও, এর আগে এক সাক্ষাৎকারে রাখি জানিয়েছিলেন, বিগবস মরাঠিতে প্রবেশের আগে নাকি মায়ের চিকিৎসার জন্য ১০ লক্ষ টাকা দিয়েছিলেন আদিলকে।” যদিও সেই টাকা আদিল যথাস্থানে খরচ করেননি বলেই দাবি রাখীর। কিছুদিন আগেই মা’কে হারিয়েছেন রাখী। ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন তার মা।
সেই সঙ্গে সংবাদমাধ্যমের সামনে রাখি দাবি করেছেন, দরজা পর্যন্ত এমন ভাবে হেঁচড়ে নিয়ে গিয়েছেন তার স্বামী যে প্রস্রাব করে ফেলেছেন তিনি। এখানেই কিন্তু শেষ নয়, স্বামীর বিরুদ্ধে তিনি এনেছেন পরকীয়ার অভিযোগও। তার দাবি, তনু বলে এক মহিলার সঙ্গে নাকি সম্পর্কে আছেন আদিল খান দুরানি। ওই মহিলা যদিও বিবাহিত বলেই জানিয়েছেন রাখি।
কাঁদতে কাঁদতে রাখি বলেন, “আদিলের যে নতুন প্রেমিকা তার তিন বছর আগেই বিয়ে হয়ে গিয়েছে। আমি আদিলকে মেসেজ করেছিলাম। জিজ্ঞাসা করেছিলাম তুমি এটা কী করে করলে? বিয়ে থেকে ভরসাই উঠে গেল। সব ছারখার হয়ে গেল আমার।” রাখি এও জানান, আদিল নাকি তাকে সাফ জানিয়ে দিয়েছেন, তিনি আর সংসার করতে চান না। তার কথায়, “আদিল সিদ্ধান্ত নিয়েছে ও তনুর কাছে যাবে। আমি ওকে ছাড়ব না। আমি ওকে ভালবাসি। আমি আইন আদালত পর্যন্ত যাব।” আদিল যদিও এই সব অভিযোগের উত্তর দেননি। তিনি জানিয়েছেন সময় এলে সব জানা যাবে।
পুর মাতা-পিতার উপস্থিতিতে সম্পন্ন হল দুয়ারে ক্যাম্পের প্রথম দিন
আগামী ১৬-১৭ এপ্রিলের মধ্যে চম্পট হওয়া টাকা অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় ফেরত পাবেন , আশ্বস্ত ব্যাঙ্ক কর্তৃপক্ষের
এপ্রিল ফুল বানাতে চলে এসেছেন , ক্ষমা চাওয়ার পরেও কটাক্ষের মুখে উরফি
প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বললেন করণ
সিরিয়ালের ছবি দিয়ে এপ্রিল ফুল করা হচ্ছে , বুঝতে পেরেছি হুমমমমমমমম , দাবি ভক্তদের
আপনি খুব ভাল মানুষ , শিক্ষককে প্রভাবিত করার চেষ্টা দেখে হেসে কুটোপুটি খেলো নেটপাড়া
খুব দ্রুতই ছাদনাতলায় বিয়ের পিঁড়িতে বসবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা
ছবিতে কার্তিকের নায়িকা হিসেবে দেখা যেতে পারে সারা আলি খানকে
আজ গোটা দিন ধরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা , একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ইকো-সিস্টেম, নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা সবকিছুই হিন্দি সিনেমার থেকে অনেক এগিয়ে , দাবি কাজলের
দেবের জোড়া প্রশ্নের উত্তর দিলেন রেলমন্ত্রী
যদি সাজানো ঘটনাই হত, তা হলে কি সরকার জড়িয়ে পরতো , পাল্টা প্রশ্ন অভিনেত্রীর
সারা বিশ্বের শত শতদের মধ্যে ক্রিশ্চিয়ান ডিওর মডেল হিসাবে নির্বাচিত হয়ে মাত্র ১৮ তেই র্যাম্পে হেঁটেছেন অবিশ্বাস্য আত্মবিশ্বাস নিয়ে , উচ্ছাসিত বার্তা সৃজিতের
এই মামলা হয় বিচারপতি নিতিন জামদার এবং অভয় আহুজার ডিভিশন বেঞ্চে
সন্তানের কথা ভেবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে আরেকবার ভাবতে নির্দেশ নাওয়াজ-আলিয়াকে