নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং – করোনা সংক্রমণের ভয়াবহতা রুখতে যখন টিকাকরণের পাশাপাশি র্যাপিড অ্যান্টিজেন টেস্টকেও হাতিয়ার হিসেবে চিহ্নিত করা হচ্ছে ঠিক তখনই, বেসরকারি হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা যাবে না বলে নির্দেশিকা জারি করল দার্জিলিঙ স্বাস্থ্য বিভাগ। সরকারি নির্দেশিকার এই উলটপুরাণে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে।
ইতিপূর্বে রাজ্যে করোনা সংক্রমণ দ্রুত হারে বাড়তে থাকায় নমুনা পরীক্ষা করা ছাড়া যেহেতু হাসপাতালগুলিতে রোগী ভর্তি করা যাচ্ছিল না, সেক্ষেত্রে রোগীর স্বাস্থ্যের অবনতি ঘটছিল। এই পরিস্থিতিতে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে যাতে জরুরিকালীন ভিত্তিতে রোগীকে হাসপাতালে ভর্তি করা যায়, সে কথা মাথায় রেখেই গত ১০ মে রাজ্য স্বাস্থ্যভবন সূত্রে নির্দেশিকা জারি করা হয়েছিল, বেসরকারি হাসপাতালগুলিতে এখন থেকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে পারবে।
এছাড়া র্যাপিড অ্যান্টিজেন টেস্টে অত্যন্ত কম সময়ে করোনা পরীক্ষার ফল পাওয়া যায়। র্যাপিড অ্যান্টিজেন টেস্টে সময় লাগে ৩০ মিনিট। সেখানে আরটি–পিসিআর টেস্টে সময় লাগে পাঁচ ঘণ্টার কাছাকাছি। র্যাপিড অ্যান্টিজেন টেস্টে রিপোর্ট পজিটিভ এলে অত্যন্ত কম সময়ের মধ্যে সরাসরি আক্রান্তের চিকিৎসাও শুরু করা যাবে। আর রিপোর্ট নেগেটিভ এলে, আরটি-পিসিআর টেস্ট করিয়ে নিতে পারবেন রোগী। তাই সবদিক বিবেচনা করে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের অনুমতি দেয় স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্তকে স্বাগত জানায় চিকিৎসকমহলও।
কিন্তু ২৯ মে দার্জিলিঙ জেলা স্বাস্থ্য আধিকারিক একটি নির্দেশিকা জারি করেন। এই নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়, “যদি দার্জিলিঙে কোনও বেসরকারি হাসপাতালে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয় তাহলে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
দার্জিলিং জেলা প্রশাসনের এই ঘটনায় রোগী ও চিকিৎসক উভয় পক্ষের মধ্যেই বিভ্রান্তি ছড়িয়েছে। সরকারি ভাবেই কীভাবে দু’ধরনের নির্দেশিকা জারি হতে পারে? রাজ্য স্বাস্থ্য দফতর এই বিষয়ে ছাড়পত্র দেওয়ার পরও জেলা স্বাস্থ্য দফতর তার উল্টোপথে কীভাবে হাঁটতে পারে? এই প্রশ্ন তুলেই ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে স্বাস্থ্যসচিবকে চিঠি দেওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
জেনে নিন ইউরিক অ্যাসিড থেকে মুক্তি পেতে কোন কোন যোগাসন করবেন
একনজরে দেখুন রাশি অনুযায়ী কেমন কাটবে আপনার দিন
শেষবার ১৯৭৮ সালের ব্যাঙ্কক এশিয়ান গেমসে লংজাম্প থেকে পদক এসেছিল ভারতে
বাংলার সব থেকে বড়ো জঞ্জালের নাম তৃণমূল , ভোটের আগে বিজেপি সেই জঞ্জাল পরিষ্কার করবে , স্মৃতি ইরানিকে পাশে নিয়ে দাবি সুকান্তর
গুরুদ্বার গুরু গ্রন্থ সাহিব শিখ সভা থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে
১৯৮৬ সালের ২০২৩ সালে এশিয়ান গেমস থেকে পদক এল ভারতের ঝুলিতে
একনজরে দেখুন কেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে আজকের দিনে
ইউনিয়ন থেকে টাকা নেওয়া হয়েছে লোগো দেওয়ার জন্য , তাহলে কেন টোটো বন্ধ হবে , প্রশ্ন চালকদের
আজকের সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল প্রকাশিত হবে
WBCS পরীক্ষার প্রস্তুতিতে আজ ইংরাজি ইতিহাস
প্রাইমারী TET প্রস্তুতিতে আজ ইংরাজি গণিত পরিবেশবিদ্যা বাংলা child psychology
গত ২৩ সেপ্টেম্বর মা হয়েছেন স্বরা ভাস্কর
আজ যদি আমাদের পাকা বাড়ি থাকতো , তবে দুধের শিশু গুলিকে এভাবে মরতে হতো? বুকফাটা আর্তনাদ পরিবারের
এই নিয়ে চলতি এশিয়ান গেমস থেকে ভারতের ঝুলিতে ১৩তম সোনা এসে গেল
১৯তম এশিয়ান গেমসে জয়জয়কার ভারতীয়দের